মুরোদ নাই,লম্ফঝম্ফ !
লিখেছেন লিখেছেন তরবারী ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:৪৩:৩০ রাত
মুসলমান গুলা হইলো হয় বলদ না হয় খাসী।
তাই হুঙ্কার আছে ধার নাই।
ফিলিস্তিন থেকে বাংলাদেশ,ইসলামী বা মুসলিম নেতাদের সমাবেশ হয়,আঘাত প্রাপ্ত হয়ে বিশাল হুঙ্কার ছাড়ে,
"ছাড় দেয়া হবে না,পাল্টা আঘাত করা হবে,ধ্বংস করে দেয়া হবে"
কিন্তু আলটিমেটলি কি হয়?
বাংলাদেশের প্রেক্ষাপটে দেখুন,
ওয়াজে কি লম্ফজম্ফ!
সেখান থেকে বের হয়েই ভুঁড়িভোজের মাধ্যমে লাইফ পার ---
কিছুই করার মুরোদ নাই,করবেও না খালি ভাব দেখাবে।শেষ পর্যন্ত শেষ আশ্রয় মাদ্রাসাগুলোও হারানোর পথে ---
দেশ এর অবস্থা খুব খারাপ----
আলেম সমাজ কই?
তারা তো আর যাই হউক শাহাদাতের তামান্না রাখে,তারা কই?
তারা কি আসলেই আলেম?নাকি আলেম নামের ---- !
যদি মন চায় তবে বের হয়ে কেউ করবে লঙ মার্চ,কেউ বায়তুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে মাইক্রোফোন ভেঙ্গে ফেলবে ---- এর পড় কোরমা পোলাও আর বোরহানির পার্টি হবে ---
মানবতার মুক্তির জন্যই যদি আলেমদের ভূমিকা না থাকে তবে কীসের ইসলাম আর কীসের সুন্নাত !!!!
জিকির করে যদি গায়েবী মদদ এর আশায় বসে থাকা সুন্নাত হত তবে বদর যুদ্ধ দিয়ে ইসলামের পদযাত্রা শুরু হত না।
মশারফ করিমের নাটক আর আলেমদের ওয়াজের মাধ্যমে পুঁথি পাঠ করে গল্প শুনিয়ে মজা দেয়ার মধ্যে পার্থক্য কি আছে?
বাংলাদেশ সহ উপমহাদেশ ধ্বংসের জন্য আলেম সমাজ সবচেয়ে বেশী দায়ী।
এই স্ট্যাটাস দেখে যাদের গাত্রদাহ হবে তাদের বলছি ইতিহাস দেখেন আর ইসলাম বুঝেন।
শুধু ফতোয়া আর হারাম হারাম করা ইসলাম না।
যারা সারাজীবন লিয়াজো আর কৌশলের আশ্রয় নিয়েই মেনেজ করে চলে এসেছে বা আসছে তারা মুনাফিক।
এটাই চূড়ান্ত।
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন