জঙ্গি ও কোরআন
লিখেছেন লিখেছেন তরবারী ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৩৫:০২ বিকাল
=একটা কোরআন শরীফ কিনতে হবে
-কি জন্য?
= ঘরে লাগে না?মাঝে মাঝে পড়তে হয়।
-তা ঠিক আছে,কিন্তু এখন তো অনলাইনে আছে পুরো কোরআন,ওখান থেকেই পড়লেই হয়।
=আরে না,অনলাইনে পড়ে মজা পাওয়া যায় না,সরাসরি বই সামনে নিয়ে পড়তে যে মজা।
-ভাই, সময় খারাপ,এখন বাসায় কোরআন শরীফ রাখাটা বোধ হয় ঠিক হবে না।মান আমি বলতে চাচ্ছি না রাখাটাই উচিত।
= কি বল?বাসায় একটা কোরআন শরীফ রাখতে পারবো না?
- কি দরকার রে ভাই,যে জিনিষটা নিয়ে প্রবলেম হবে সেটা ঘরে রাখতেই হবে?
= জঙ্গি সমস্যা?
- হুম।
=কোরআন মানে জঙ্গি,তাই তো?
-না মানে,ইয়ে ........................
@@@@@@@@@@@@@@
কথা চলতে চলতে চাঁদ টা মেঘের আড়ালে লুকিয়ে গেলো----
তাহাজ্জুদ , মদিনা সনদ আছে --- ইসলামের রক্ষকও ক্ষমতাশীলরা।
ডালপালা আছে আগের মতই,শুধু গোঁড়াটা আস্তে করে কেটে দিয়ে দিয়েছে ----- গাছ রক্ষা কমিটি।
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন