শোক-সুখ

লিখেছেন লিখেছেন তরবারী ১৭ আগস্ট, ২০১৬, ০৫:৫৩:৩০ বিকাল



"শোক দিবস"

মানে জাতীয় শোক দিবসের সমস্ত ঘটনায় আমার একটা দেখা অভিজ্ঞতার কথা মনে করে হাসতে হাসতে নিজেই নিজের মধ্যে বিনোদিত হলাম।

ফ্রান্সে এক ব্যাস্ত রেস্টুরেন্টে এক বাঙ্গালীর কাজ হল সে সারাদিন বসে বসে কোরআন তিলাওয়াত করবে।রেস্টুরেন্টটি আবার পুরো ধর্মনিরপেক্ষ।নামধারী মুসলিম একজন এটার মালিক।সেখানে গণেশের মূর্তি,দেব দেবীর মূর্তি,কাবাঘরের ছবি আবার কোরআন তিলাওয়াতের জন্য ওই লোক নিয়োগ করাও আছে।

মানে সে সকলের কাছেই তার বিজনেস চায় (দুষ্ট লোকেরা মজা করে বলে কোনদিন কে যে তাকে বিজনেস দিবে তা তো আর সে জানে না,তাই সকলের প্রতি সে ভক্তি দেখায়)।

এখন যে কোরআন পড়ে তার অবস্থা হল একটা রুমে বসে সে কোরআন তিলাওয়াত করে।রুমের পাশে কেউ না থাকলে সে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে আর একটু পর পর চুম্মা দেয়।যেই কেউ আসার শব্দ পায় সে জোরে জোরে তিলাওয়াত শুরু করে।

এখন জাতীয় শোক দিবস হয়ে গেছে ওইরকম।যেই দেখে রাজাকার ট্যাগ লেগে যাবে আর ওতেই সকলেই শোক শোক বলে চিল্লাইতে থাকে।

নাচ গান হাসিখুশি তে আর ভোজনে ভোজনে এ এক অসাধারণ শোক দিবস পালন হয়।

এমন আজিব সুখে সুখে শোক দিবস আর কোথাও দেখি নাই।সবাই হাসি ঠাট্টা,নাচ গান আর ভোজনে ব্যাস্ত হয়ে নাকি শোকে কাটোর হয়ে যায়।

কি আজিব মাইরি!

বিষয়: রাজনীতি

৯২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376447
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৪৮
কুয়েত থেকে লিখেছেন : নাচ গান হাসিখুশি তে আর ভোজনে ভোজনে এক অসাধারণ শোক দিবস। দারুন নিরপেক্ষ শোক দিবস ভালো লাগলো অনেক ধন্যবাদ
376477
১৯ আগস্ট ২০১৬ রাত ০৮:৩৫
সত্যের বিজয় লিখেছেন : আরে ভাই এখনতো মসজিদে বঙ্গবন্ধুর ছবি টানিয়ে শোক দিবস পালন করা হচ্ছে।
সামনে আরো কতকি দেখবো!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File