হাস্যকর রাজনৈতিক দেউলিয়াত্ব

লিখেছেন লিখেছেন তরবারী ০৬ আগস্ট, ২০১৬, ০৪:৫৪:৩৪ বিকাল

কেন জানি খুব হাসি পাচ্ছে ---

যাই হউক ঘটনা টা খুলেই বলি।

৩৩ হাজার কোটি টাকা নিশ্চয়ই জামায়াত চুরি করেনি।

সাগর রুনিকে নিশ্চয়ই জামায়াত হত্যা করেনি।

রান প্লাজা?মনে আছে রানা প্লাজার কথা? হাজারের উপর মানুষ মারা গেছে,

নিশ্চয়ই জামায়াত করেনি।

কিংবা ৫৭ জন চৌকস বিডিয়ার অফিসারকে নিশ্চয়ই জামায়াত হত্যা করেনি।

করেনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডার,

বিশ্বজিৎ কে হত্যা,

তনুকে ধর্ষণ।

তো করেছে কি?

নেতাদের ফাঁসী নিয়েও অনেকেই মন্তব্য করেছে যে বের করে নিয়ে যাবে,হাঙ্গামা করে দেশ উড়িয়ে দিবে,কিছু করা তো দূরের কথা, সেসব কিছু করার সাহস ও কিন্তু নাই।

তবু সকলের মুখে সারাদিন জামায়াত আর জামায়াত।

ছোটবেলার ভুতের গল্পের মত।ভুতের কি কোন অস্তিত্ব আছে?

নাই,তবু মুরুব্বিদের ভুত নিয়ে কত ভয় দেখানো আর খাওয়ানো!

বাংলাদেশের রাজনীতিতেও একই অবস্থা,ল্যাংড়া খুড়া জামায়াত-ই প্রধান উপজীব্য বিষয়।

এটা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ,আধিপত্যাবাদের পরিপূর্ণ রূপ এটাই।রাজনীতি আর রাজনীতির জায়গায় নেই,এটা একটা পারমানবিক খেলা হয়ে গিয়েছে।

কাঠামোগত ভাবে দেশ লাখ সমস্যায় জর্জরিত থাকলেও গৌণ বিষয় জামায়াত যখন বড় ইস্যু তখন স্বাধীনতার অপমৃত্যু হয়েছে।

ডক্টর মুহাম্মদ শহিদুল্ললাহ বলেছিলেন,

"ভুতের ভয় দেখিয়ে যে জাতিকে ঘুম পাড়ানো হয়,তারা কোনদিন সিংহের সাথে লড়াই করতে পারবে না"

বাংলাদেশেও একই অবস্থা,জামায়াত ভীতি দেখিয়ে দেশ কে হিজড়া বানিয়ে দেয়া হয়েছে।

রাজনৈতিক extremism দরকার,আধিপত্যবাদীয় extremism নয়।

জামায়াত বড় না সুন্দরবন?

এখানেও রাজনৈতিক বিভক্তি হয়ে যাবে,তবে চেতনাই যত সমস্যার সৃষ্টি।

বিষয়: বিবিধ

৯৬৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375957
০৬ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৫১
কুয়েত থেকে লিখেছেন : জামায়াতে ইসলামী ছিল আছে থাকবে দেশের প্রতি ইন্চি মাটির পরতে পরতে। ত্যাগ ও কোরবানীর বিনিময়ে যাদের কর্মী বাহীনি গড়ে উঠে তাদের হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে। দালাল আর সার্থবাদিরা পা'চাটার কাজেই ব্যস্ত থাকবে। আজ জামায়াত ভীতি দেখিয়ে দেশ কে হিজড়া বানিয়ে দেয়া হয়েছে। ভালো লাগলো ধন্যবাদ

০৭ আগস্ট ২০১৬ দুপুর ০২:৫৩
311750
তরবারী লিখেছেন : কোন সন্দেহ নাই ভাই।
375978
০৭ আগস্ট ২০১৬ সকাল ১০:০৯
হতভাগা লিখেছেন : ৭১ এ স্বাধীনতার সক্রিয় বিরোধীতা করার পর জামায়াতের কাছে দুটো অপশন খোলা ছিল :

অপশন ১ : বাক্স-পেটরা বেঁধে পাকিস্তান চলে যাওয়া

অপশন ২ : কৃত কর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া বাংলাদেশের মানুষের কাছে


বলাই বাহুল্য যে এর কোনটাই তারা চুজ করে নি । তাই সাফারিংস্‌ চলবে আনলিমিটেড .....
০৭ আগস্ট ২০১৬ দুপুর ০২:৫৩
311749
তরবারী লিখেছেন : এমন মন্তব্যই কাম্য।আমরা বিবি তালাকের ফতোয়াই খুঁজে যাবো --- অপশন এটাই ----
০৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:০১
311795
কুয়েত থেকে লিখেছেন : জামায়াতের লোকেরা ঘর জামাই ওদের বাকসাধীনতা নেই। চোর ডাকাতরা রাজত্ব করে জাবে জামায়াত নিরবে সয্যকরেই যাবে। এই জাতি অবৈধ সবকিছু মেনে নিবে কিন্তু বৈদ স্বাধীন মত প্রকাশ করা মেনে নিবেনা। আপনাদের মত বিবেকবান মানুষের কাছে প্রশ্ন স্বাধীনতার মানে কি আপনি বলেই যাবেন আমাকে বলতেই দিবেননা এটার নাম কি স্বাধনতা..? চোর ডাকাতদের ভোগ করার সুযোগ করে দিবেন আমাদেরকে ন্যায় কথাও বলতে দিবেননা..!ধন্যবাদ
০৯ আগস্ট ২০১৬ সকাল ০৯:১৮
311831
হতভাগা লিখেছেন :
আপনাদের মত বিবেকবান মানুষের কাছে প্রশ্ন স্বাধীনতার মানে কি আপনি বলেই যাবেন আমাকে বলতেই দিবেননা এটার নাম কি স্বাধনতা..? চোর ডাকাতদের ভোগ করার সুযোগ করে দিবেন আমাদেরকে ন্যায় কথাও বলতে দিবেননা..!


০ ন্যায্য কথা বলার যোগ্যতা অর্জন করুন ।

নাকি সেটা করতে গেলে ইগোহানী হয়ে যাবে ?
১০ আগস্ট ২০১৬ রাত ০২:৫৬
311852
তরবারী লিখেছেন : আমি প্রতিনিধি না,আমার ব্যাক্তির মতামত তুলে ধরলাম।
তবে জামাত ফ্যাক্টর কিন্তু বড় কিছু না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File