সুখ শোক !

লিখেছেন লিখেছেন তরবারী ১৮ জুলাই, ২০১৬, ০৩:৫৭:৩৫ দুপুর

একজনের স্ট্যাটাস থেকে শোনা একটি কথা।

তুরস্কে সেনাবিদ্রোহের খবর প্রকাশের সাথে সাথেই সকল রাজনীতির রাজনীতিবিদ বাংলাদেশীরা রাজনীতির লেজ খুঁজছিল।

একজন লিখল "তুরস্কের সেনা অভ্যুত্থানে জামাতি পাড়ায় শোক"

এখন কি আমি লিখবো যে,

"ব্যার্থ অভ্যুত্থানে শাহবাগি পাড়ায় শোক !"

নাহ,এমন অযাচিত কথার মধ্যে যাওয়াটা আমার মোটেই পছন্দনীয় না।প্রথমত একজন মুসলিম হিসেবে পৃথিবীর সকল মুসলিমদের জন্য আমার ভালোবাসা আর সে দৃষ্টিকোণ থেকে এরদগান বর্তমানের মুসলিমদের ঝাণ্ডাধারী কর্ণধার।ভালো খারাপ অনেক দিক থাকবেই তবে মিয়ানমারে যখন মুসলিমরা অত্যাচারের স্বীকার হচ্ছিল তখন এই ব্যাক্তিটিই তাদের পাশে দাঁড়িয়েছিল,সিরিয়াতে যখন কঠিন অবস্থা তখন এই ব্যাক্তিই কিছুটা স্বস্তির উপাদান হিসেবে আবির্ভূত হয়েছিলো।এমনকি সিরিয়ানদের নাগরিকত্ব দেয়ার আশা প্রকাশ করে তাদের কে ভাই হিসেবে কোলে নিয়েছিল।

বর্তমান বিশ্বের এমন কোন নেতা আছে কি মানবতার এমন উদাহরণ স্থাপন করতে পেরেছে?

স্বয়ং মানবতার ধ্বজাধারীরাও নিজেদের স্বার্থ ছাড়া কোন মানবতার কাজ করেনি বরং এই সকল অমানবিক পরিস্থিতি সৃষ্টিতে তারাই মুখ্য ভূমিকা পালন করেছে।

সেখানে বাঙ্গালী রাজনৈতিক বিভেদ থেকে কালকেও যে চিন্তা করেছে তারাই মূলত গণতন্ত্রের শত্রু।তারা আপন জিঘাংসার পূজারী।

নিজামির ফাঁসীর বিষয়ে কথা বলে যদি এরদগান আপনাদের বিরাগভাজন হয়ে থাকে তবে মুল মানবতার হিসেবে আপনার ভূমিকা কখন কিরূপ ছিল সেই খতিয়ান কি কখনো একবার ভেবে দেখেছেন?

রাজনীতির নোংরা চিন্তা থেকে বেরিয়ে ভালো কে ভালো আর কালো কে কালো বলতে শিখুন।

আরেকটি কথা বলে নেই,আমেরিকা গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে,আসএল এটাও মুনাফিকি।তারাও কষ্ট পেয়েছে কিন্তু ক্যু ব্যার্থ হওয়াতে তারাই "মনের ভিতরে থইয়া (রেখে) বিষ,বন্ধুর সাথে পরামিশ (পরামর্শ)" এখন বন্ধু বলে বুকে নিচ্ছে আবার মুল পরিকল্পনাকারী কিন্তু আমেরিকাতেই থাকে।

মিশরে কিন্তু তারা গণতন্ত্র কে সম্মান করেনি কারণ সেখানে ক্যু সফল হয়েছে।

সত্য কে সত্য বলার হিম্মত করেন।মুনাফিকদের থেকে দুরে থাকুন।

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374879
১৮ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
কুয়েত থেকে লিখেছেন : হাঁ তাইতো লেখতে হবে..!তুরস্কের সেনা অভ্যুত্থানে জামাতি পাড়ায় শোক,এখন লিখতে লিখতে হবে যে,ব্যার্থ অভ্যুত্থানে শাহবাগি পাড়ায় করুন শোক..! ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File