কি নামে ডাকবো পর্বঃ ৩

লিখেছেন লিখেছেন তরবারী ১৪ জুলাই, ২০১৬, ০৪:৩৬:১০ বিকাল

রাজনৈতিক সচেতনতা আর রাজনীতি করা এক জিনিষ না।

বাংলাদেশের মানুষ রাজনইতিকভাবে সচেতন না,কিন্তু একমাত্র বাংলাদেশের প্রতিটি মানুষই রাজনীতি করে।

বছরের প্রতিদিনে হয়তো কোন বেলা খাবার মিস হতে পারে কিন্তু চায়ের কাপে রাজনীতির ঝড় উঠবে না এমন হতেই পারে না।

ড্যাভিড ক্যামেরুন পদত্যাগ করেছে এটা মানুষের ভাবনার বিষয় যে কি হবে না হবে কিন্তু তার বাসা পরিবর্তন বা বিভিন্ন মুভে কারো কোন অনুভূতি নেই।অথচ আমাদের দেশের নেতা নেত্রীরা টয়লেট এ গেলেও কর্মীদের এক বিশাল অংশ তাকে পাহারা দেয়,হুড়োহুড়ি করে।কাজ কর্ম সব বাদ দিয়ে সবাই রাজনীতিতে ব্যাস্ত তবে রাজনীতির অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোন ধারনাই নেই এমনকি ধারনা করার মোট জ্ঞান ও নেই।

কি নামে ডাকবো এই জাতিকে?

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374627
১৪ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:০৬
কুয়েত থেকে লিখেছেন : কোন বেলা খাবার মিস হতে পারে কিন্তু চায়ের কাপে রাজনীতির ঝড় উঠবে না এমন হতেই পারে না। ভালো লাগলো অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:০৩
310867
তরবারী লিখেছেন : দুর্ভাগ্য আমাদের
374631
১৪ জুলাই ২০১৬ রাত ০৮:১৩
শেখের পোলা লিখেছেন : কেন, চেৎনার ফেৎনায় নিমজ্জিত জাতিি। ঐ আফিমে বুঁদ হয়ে আছে।
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:০৪
310869
তরবারী লিখেছেন : মাতাল
374639
১৪ জুলাই ২০১৬ রাত ০৮:৫৩
সন্ধাতারা লিখেছেন : ঘুণে ধরা জাতি.........
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:০৪
310868
তরবারী লিখেছেন : ধ্বংস চোখের সন্মুখে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File