ধ্বংস হউক অহংকার
লিখেছেন লিখেছেন তরবারী ৩০ জুন, ২০১৬, ০৮:২৬:৩৭ সকাল
কীসের অহংকার করো?
চেহারার!
প্রিন্সেস ডায়না ও তো অনেক সুন্দরী ছিল
কোথায় সে?যখন অনাকাঙ্ক্ষিত এক্সিডেন্ট এ মারা গেলো কোথায় তার চেহারা?কোথায় তার অহংকার!
কোথায় তার গর্ব!
সম্পদের!
যে সিরিয়াতে জাকাত দেয়ার মানুষ খুঁজে পেতো না সেখানকার লোকজন,সেখানকার শের রা দ্বারে দ্বারে ভিক্ষা চায়।
২০০৬ সালে তুরস্কে ভূমিকম্পে প্রায় ১ লক্ষ ৬০ হাজার লোক মারা যায়,তাদের মধ্যে অনেক বড় বড় ব্যাবসায়ি ছিল।
কোথায় তাদের অহংকার!কোথায়!
কোথায় মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক!কোথায় নানকের ছেলে?বিশাল ক্ষমতাধর নানকের ছেলে ল্যাপটপ বিস্ফোরণে মারা গেলো!তার অহংকার আর দাম্ভিকতা কি তাকে বাঁচিয়ে রাখতে পেরেছে বা নানকের চোখের অশ্রু কে বন্ধ করতে পেরেছে?
এক ফোঁটা নাপাক জল থেকে সৃষ্টি মানুষ!
নিজের উপর নিজের কোন ক্ষমতা নাই আর তা দিয়েই এত অহংকার!
অহংকার একমাত্র স্রস্টার,তার চাদর এটা।এই অহংকার এর চাদর নিয়ে টানাটানি করবেন না।
বলছি না রিকশাওয়ালা আর আপনি এক প্লেটে খান,তবে তাকে মানুষ হিসেবে ভাবুন এবং সেই সম্মান দেন।
বলছি না আপনার অফিসের পিয়নের সাথে আপনার মেয়ের দিয়ে দেন,তবে তাকে মানুষ হিসেবে ভাবেন।
বলছি না রাস্তার পাশের ছেলেমেয়েটাকে আপনার ঘরেই নিয়ে রাখুন,তবে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার সাথে অমানুষের মত ব্যাবহার করবেন না।
বলছি না আপনার কামাইয়ের সব কিছু গরীবদের দিয়ে দেন,তবে তাদের জন্য তাদের হক টুকু তৃপ্ত মনে,গোপনভাবে দিয়ে দিন।
বলছি না আজ থেকে সৌন্দর্যের চর্চা বন্ধ করে দেন,তবে আপনার চেয়ে কম সুন্দরের প্রতি বিদ্বেষ আর ঘৃণা ছড়াবেন না,আর ভ্রু কুচকাবেন না,বাজে মন্তব্য করবেন না।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ নানকের ছেলে তো শুনেছিলাম কক্সবাজার যাবার পথে কার এক্সিডেন্টে মারা গিয়েছিল ? নানক নাকি ধানমন্ডি,মোহাম্মাদপুর ও তৎসংল্ন এলাকা অস্থির করে সাজিয়ে ফেলেছে (মোহাম্মাদপুরের এক কলিগের কাছে শোনা) ? এলাকার লোকেরা নাকি নানককে নিয়ে বেশ ক্রেজি?
সবারই নিজের ওজন বুঝে চলা উচিত । কাউকে আন্ডার এস্টিমেট করা যেমন উচিৎ না , তেমনি কাউকে ওভার এস্টিমেট করাও ঠিক না ।
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
“অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণা করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।” (সূরা লুকমান-১৮)
রাসূল (সা) বলেছেন, “যার অন্তরে অণূ পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।” (সহীহ মুসলিম-কিতাবুল ঈমান অধ্যায়) হযরত আলী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই গৌরব আমার পোশাক এবং অহংকার আমার চাদর। অতএব, যে তা নিয়ে আমার সাথে কাড়াকাড়ি করবে তাকে আমি শাস্তি দেব।” (তিবরানী )
অন্য হাদীসে হযরত আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান আল্লাহ বলেন, “শ্রেষ্ঠত্ব, গর্ব ও অহংকার আমারই। অতএব যে লোক তা নিয়ে আমার সাথে কাড়াকাড়ি করে, আমি তাকে জাহান্নামে ছুঁড়ে মারব।” (হাকেম ও তিরমিযী)আমীরুল মোমেনীন হযরত আলীর এই উক্তিটি যথেষ্ট। তিনি বলেছেন, “ মানুষের কিসের এক অহংকার, যার শুরু এক ফোঁটা পানি দিয়ে আর শেষ পরিণতি মৃত্তিকায়?”
হে মহান প্রভু! তুমি আমাদেরকে বিনয়ের মুকুট পরিয়ে দাও। অহংকারের ছিটে-ফোঁটাও যদি অন্তরে থাকে, তা বিনাশ করে দাও। আমিন।
ধন্যবাদ। আমার সংক্ষিপ্ত লেখাটিও পড়ুন।
http://www.bd-desh.net/blog/blogdetail/detail/11098/MinhazMasum/77619#.V3S4q9J942w
Click this link
মন্তব্য করতে লগইন করুন