কান ধরা- কবিতা
লিখেছেন লিখেছেন তরবারী ২০ মে, ২০১৬, ০২:৩৬:২৮ রাত
কান ধরেছে কান ধরেছে
কান ধরেছে সবাই
কান ধরাটা হয়েছে যে
হিন্দু বলে তাই
আরও কত যায় কান
মান যায় না তাতে
কান্তি বাবুর কান ধরাতে
গেলো সব নিপাতে।
আল্লাহ নিয়া গালি দিলো
হেই কথা কে কয়
সবার আগে হিন্দু বলে
গরম করতে হয়।
ধান্দাবাজি ছাড়ো রে ভাই
আসল কথা কও
হিন্দু বইলা লাভের ভাগ
উঠাইতে চাও ফাও !
ধর্ম বুঝি ছেলেখেলা
কান ধরাটা আগে?
বিচার করার বিচার করো
একটা কেন জাগে?
চেতনার বিষ ছড়ায় দিয়া
খেলছো হুলিখেলা
হিন্দু মুসলিম ভাগ কেন
জবাব দে সব শালা!
অন্যায়কারীর ধর্ম বর্ণ
যে আনে আগে
ভণ্ড ওরা,শয়তান সব
বিষ ভরা রগে রগে।
আল্লাহর সাথে পাল্লা দেয়ার
বিচার কই ভায়া
ধান্দাবাজির কান ধরা প্রতি
নেই কোন মোর মায়া।
কান্তি বাবু,পরিমল বাবু
হিন্দু না ওরা মুসলিম!
এই জিজ্ঞাসে বিচার বসিবে
কেন ওরে জালিম ?
খুনি,ভণ্ড,শয়তান বদের
নেই কোন ধর্ম
সম্প্রীতির বাংলাদেশে
এই মোদের বর্ম।
বিষয়: রাজনীতি
১২১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংখ্যাগরিষ্ট হয়েও আজ আমরা মুসলমানেরা নিজদেশে সংখ্যালঘুর মত ট্রিটেড হচ্ছি। যে কাজ আমরা সাধারণ মানুষেরা করতে চাই কিন্তু করতে সাহস পাই না সে কাজ শামীম ভাই ও সেলিম ভাই করে দেখিয়েছেন , তারা সে রকম হেডম রাখেন ।
বাংলাদেশে একজন হিন্দুকে কান ধরে উঠবস করানো হাজারটা মুসলমানকে মেরে ফেলার চেয়েও জঘন্য অপরাধ - এরকম পরিস্থিতিই তৈরি হয়েছে দেশে ।
হিন্দুরা এদেশে কামিয়ে ভারতে পাচার করে দেয় , এদেশে কখনও তারা শান্তি চায় নি যেটা গত ১০ বছরে ভালই বোঝা যাচ্ছে ।
যোগ্যতা ব্যতিরেকে শুধু হিন্দু বলেই প্রশাসনের বড় বড় পদে এখন হিন্দুদের আধিক্য বেশ আশংকা জনক ভাবে বেড়ে গেছে ।
হতে পারে শামীম সেলিম খুবই জঘন্য লোক । তবে তাদের এই কাজগুলো আমার ভাল লেগেছে ।
মন্তব্য করতে লগইন করুন