মা দিবস

লিখেছেন লিখেছেন তরবারী ১০ মে, ২০১৬, ০৫:৩৭:০০ বিকাল

মা কে ভালবাসেন?

মা দিবস?

মানে মায়ের প্রতি ভালোবাসা বা টান আগে উপলব্ধি করতে পারেন নাই,তাই তো?

উপলব্ধি যদিও করে থেকে থাকেন তবে কিছুটা ভাটা পড়ে গিয়েছিল ভালোবাসায়!

আর তা না হলে দিবস নিয়ে এত ন্যাকমু শুরু করেছেন কি জন্য ?

পাশ্চাত্যে দিবস হয় কারণ নৈতিকতা হারিয়ে তারা বাস্তবতা ভুলে যায়।তাই দিবস গুলো কিছুটা তাদের মনে করিয়ে দেয়

একদিন আমার ও "মা" ছিল বা "বাবা" --- সাথে ব্যাবসা তো আছেই---- যান্ত্রিক জীবনে একটা রিল্যাক্স মুড আনাও একটা উদ্যেশ্য।

যাই হউক এসব দিবস হউক আর যাই হউক,খুব একটা বেশী মাথা ব্যাথা নাই আমার।তবে একেকজন যা কিছু করছে তাতে মায়ের কি লাভ হল ?

আমি মাকে ভালোবাসি,ভালোবাসি,অনেক ভালোবাসি-তো?

ঘরে গিয়েই তো মা কে বলবেন এক গ্লাস পানি দেও তো,গিয়ে তো নিজে ভরে খাবেন না বা মা কে বলবেন না যে মা তুমি এই এই করতে হবে না,আমি তোমাকে সব কিছুতে হেল্প করবো,কারণ মা আমি তোমাকে ভালোবাসি,তাই সারাদিন তোমাকে কষ্ট করতে দিতে পারি না,তুমি কষ্ট করলে আমার কলিজা ফেটে যায়।

এসব না করে ফেইসবুকে ভালোবাসার ক্ষেত চাষ শুরু করে দিয়েছে সবাই।

আমার লিখা সকলকে উদ্যেশ্য করে না।

যদি দিবস আলাদা কোন আবেদন আনেই তবে আজকে শপথ করেন যে মা কে হেল্প করবেন,মা এর জন্য পানিড় গ্লাস খালি করে বসে থাকবেন না।

আর একটা কথা আজ থেকে শপথ করেন যে প্রতিদিন সকাল বেলা উঠেই মায়ের জন্য

"রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগিরান" এই দোয়া পড়বেন পড়বেন ই।

ন্যাকামু ছাড়ুন,মা কে সত্যিকার ভালোবেসে কাজে প্রমাণ করুন।

বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368616
১০ মে ২০১৬ বিকাল ০৫:৪৬
আফরা লিখেছেন : রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগিরান"
১২ মে ২০১৬ সকাল ১১:৪৯
306121
তরবারী লিখেছেন : আমীন
368626
১০ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : মা বাবার দায় দায়িত্ব বা ভালবাসা কোন দিনের মধ্যে কোন মুমিন সীমাবদ্ধ করতে পারেনা৷ ওসবে আমাদের মাতামাতি উচিৎ নয়। আপনার পরামর্শ সঠিক। ধন্যবাদ৷
368787
১২ মে ২০১৬ রাত ০২:৩১
তরবারী লিখেছেন : ধন্যবাদ ---

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File