কৃষাণের আক্ষেপ

লিখেছেন লিখেছেন তরবারী ১২ এপ্রিল, ২০১৬, ০২:৫২:০০ রাত

ধান চালের বাংলাদেশ

মোদের ছিল গড়া

সেই দেশেরই কৃষি কেমন

হয়ে গেছে মরা।

মাঠে ঘাটে বাড়ি পথে

ফসলে মৌ মৌ

সোনা দেশে সোনা ছিল

যেন রাঙ্গা বৌ।

গায়ে খেটে ঘাম দিয়ে

সোনা দিয়েছিলাম

কোথা সেই সোনা যে

নেই তার দাম।

শিল্পীর সোনা হাতে

ফোটাতাম হাসি

সোনামাখা তনু খানি

যেন ভাঙ্গা বাঁশী।

চাষা-ভুষা কত ডাক

ছোট ছোট জাত

চাষী ছাড়া দেখি আজ

শূন্য হা-ভাত।

কৃষাণের বুক ভরা

স্বপ্নের সীমা

দিতে শুধু চায় সে

সোনার মহিমা।

বিষয়: সাহিত্য

১০১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365433
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২০
শেখের পোলা লিখেছেন : চমৎকার হয়েছে৷ সোনা এখন ডিজিটালে টাল হয়েছে৷ ধন্যবাদ৷
০৬ মে ২০১৬ সকাল ১১:৪৬
305525
তরবারী লিখেছেন : কিন্তু এভাবে চলতে দেয়া যায় না
365438
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৯:০৩
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : চমৎকার
০৬ মে ২০১৬ সকাল ১১:৪৬
305526
তরবারী লিখেছেন : ধন্যবাদ
365443
১২ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো লিখেছেন।
মানুষ আর এখন এত নিচু মানের পেশায় নামতে চায়না। গায়ে কাদা লাগলে ইজ্জত চলে যাবে।
০৬ মে ২০১৬ সকাল ১১:৪৯
305527
তরবারী লিখেছেন : ভাইরে,তাই তো আমরা হাহাকার দেখতে পাচ্ছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File