মুক্তমনা বাংলাদেশ
লিখেছেন লিখেছেন তরবারী ০৯ এপ্রিল, ২০১৬, ০৩:৩৫:৩১ রাত
রক্ত চাই,অনেক রক্ত
আমার নাম বাংলাদেশ
রক্তের আমি খুব ভক্ত
রক্ত করবো সব নিঃশেষ।
তনু খেয়েছি,খেয়েছি সোহাগী
বিশ্বজিতের রক্ত
সাগর-রুনি,রানা প্লাজা
আরও কত শক্ত!
পুরুষ রক্ত,নারী রক্ত
প্রতিদিন চাই আরও
বাশখালি,কাটাখালি
যা কিছু সব ধরো।
'৭১ এর নাম দিয়েছি
চেতনার এক সুখ
পোলা মেরে,মাইয়া মেরে
খালি করবো বুক।
ঠিক রেখেছি ঠিকাদার
রক্ত জমা কর
মুখ ফুটাবি,পড়ে থাকবি
সামনে থেকে সর।
আমার নাম বাংলাদেশ
রক্ত দিয়ে কেনা
পবিত্রতার পাত্র ছুঁড়ে
রেখেছি মুক্তমনা।
বিষয়: সাহিত্য
১০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন