কবিতাঃকপাল

লিখেছেন লিখেছেন তরবারী ০২ এপ্রিল, ২০১৬, ০৩:৩০:১২ রাত

ফোলানি যখন ঝুলছে ওই কাঁটা তারের বেড়ায়,

ঘরের খেয়ে বনের মহিষ নেতারা তখন তাড়ায়।

তনুর লাশের আড়ালে বসে হচ্ছে আরেক ধর্ষণ,

কলা দেখিয়ে বিজ্ঞজনেরা উপদেশ করছে বর্ষণ।

সোনাবারুর পাত জুড়ে শূন্য পানির শরবত,

দিন দুপুরে ডাকাতি করে নেতারা ঢালছে বরকত।

হরিলুটের মেলা বসেছে সারা দেশটা জুড়ে,

মগের মুলুক যায় বুঝিয়ে ছাইপাঁশ সব পুরে।

সিঙ্গাপুর আর সুইজারল্যান্ড কত স্বপ্ন দেখায়,

যাচ্ছেতাই হচ্ছে ভাই,লিখা ভাগ্যের রেখায়।

সিংহের মাথায় বিড়াল বসে নাড়ছে কলকাঠি,

কাঁটা দিয়ে থমকে দিচ্ছে,আমরা তো আম আঁটি।

পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান,

ডানার মাঝে ভর দিয়ে হয়ে গেছে শ্মশান।

সম্প্রীতির প্রেম মেলাতে চলছিল যেই দেশ,

চুলোয় দিলো চাপা দিয়ে সত্য করে শেষ।

সবাই মিলে ধর্ষক,আর দেশ আমার ধর্ষিতা,

ঢাক পিটাই জোরেশোরে লজ্জার খেয়ে মাথা।

চেতনার নামে চোখ টিপে করেছে কত খণ্ড,

ঘটিরাম বসে ইচ্ছামত লিখছে শাস্তি দু'দণ্ড।

ধারাপাতের ধারা ভরা অনাদর্শের কচু পোড়ায়,

কপাল বুঝি ফিরবে না আর মোদের বঙ্গ পাড়ায়।

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364369
০২ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩৫
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷ ভাল লাগল৷৷
নিজেরা না চেষ্টা করলে আল্লাহ কারও কপাল ফেরায় না৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File