তনু ও ভূত

লিখেছেন লিখেছেন তরবারী ২৫ মার্চ, ২০১৬, ০৪:৪৩:৪৯ রাত

বাংলা সিনেমার প্রয়াত জনপ্রিয় নায়ক মান্না (আল্লাহ্‌ তাকে মাফ করুক) অশ্লীলতা বিরোধী আন্দোলনের সবচেয়ে অগ্রগামী পথিক ছিল তবে বাস্তবতা ছিল তার সিনেমাগুলোতেই পোশাকের অশ্লীলতা অনেক অংশ জুড়ে ভালোভাবে ছিল।

সর্ষের ভিতরে ভুত- তনুর পক্ষে যারা কাজ করবে বা রাজনীতি করবে তাদের ভিতরই তো এই সংখ্যার প্রতুলতা লক্ষণীয়,তাহলে আইন গুলো করবে কে ?

আর প্রধানমন্ত্রী ধর্ষণ কে পছন্দ করেন কি না জানি না,তবে উনি যে ধর্ষককে পুরস্কৃত করতে সিদ্ধহস্ত সেটা সচেতন মানুষ মাত্রই জানার কথা।তখন বাংলাদেশে ধর্ষণ বাড়বে নাকি কমবে?

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইডেন,বদ্রুন্নেছা ------ কোথায় দমন হয়েছে বরং উৎসাহিত হয়েছে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে।

সেনাবাহিনী!

সম্ভবত বাংলাদেশের সেনাবাহিনী তে কোন জওয়ান আর অবশিষ্ট নেই,যারা আছেন তারা কোনধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই হিজড়া।

না হলে সেনাবাহিনী দেশ রক্ষায় শুধু ব্যার্থই হয়নি বরং দেশের অস্তিত্বে তারা হামলা শুরু করেছে।ধিক্কার জানাই এই সেনাবাহিনীকে।

আমার বিরুদ্ধে এই জন্য যদি রাষ্ট্রদ্রোহ মামলা হয় আমি তার জন্য ভয় পাই না।

৭১ এর জন্য শাহবাগ বিরিয়ানি নিয়ে বসে পরে,তবে তনু নিয়ে তারা কেন সর্বাত্মক আন্দোলনে বসতে পারে না?

এদেশে কথা হবে,চলতেই থাকবে তবে সুনিদৃস্ট কোন বিষয় নিয়ে নেই,প্রতিদিন ফোলানি থেকে সাগর-রনি,বিশ্বজিত,তনু চলতেই থাকবে আর আমরা প্রতিদিন রক্ত গরম করতে হা হু করেই যাবো।

পুলিশ নেই,বিডিয়ার নেই,আমলা গামলা নিয়ে সিমলা চলে গেছে,সেনাবাহিনী ল্যংরার মত টিকে ছিল,তনুর দেহকে ছিন্ন করে সেও বাংলা মাতার শত্রু তে পরিণত হয়েছে।

কুমীরের খাদে পড়ে গিয়েছি,সাত সাগরের মাঝি তুমি কই?আমি রক্ত দিতে প্রস্তুত মাঝি হওয়ার যোগ্যতা নেই।

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363678
২৬ মার্চ ২০১৬ দুপুর ০১:০৪
মাজলুম যাযাবর লিখেছেন : ভালো লাগলো ভালো লাগলো
২৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
301507
তরবারী লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File