ও আমার দেশ রে

লিখেছেন লিখেছেন তরবারী ২৪ মার্চ, ২০১৬, ০৪:১৯:০৯ রাত

নেতার চেয়ে বড় পিতা

দলের চেয়ে দেশ

নেতা,দলের করতে পূজা

দেশের হল শেষ।

পিতার দেশ,বরের দেশ

জনগণ যে শালা

মাল ও নিবে,জান ও নিবে

সবাই কত ভালা।

মেয়ে চড়ায় দাদার ভারত

ছেলে হাওয়া ভবন

পাবলিক শালার মাইনকার চিপায়

মুখ ফুটলেই মরণ।

রাজায় রাজায় হিংসে করে

আমরা লড়ি যুদ্ধ

সিংহাসন টা ভাগ করে নেয়

বাঁশটা মোদের বরাদ্দ।

বাপ বরের নাম বেচে যায়

নিত্য একই পূজা

জনগণ তো আম জনতা

এটাই মোদের সাজা।

মাফ করে দে পায়ে ধরি

চাইনা আর বড়ি

সিঙ্গাপুর না,উগান্ডা না

চাই শান্তির নুড়ি।

বিষয়: সাহিত্য

১০৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363459
২৪ মার্চ ২০১৬ সকাল ০৫:৩২
শেখের পোলা লিখেছেন : যা বলেছেন৷ একজনের বাপের দেশ অন্যজনের স্বামীর৷ এক ছেলে বেতন খেয়ে মোটা আর এক ছেলে হাওয়া ভবনের ট্যাস পেয়ে মোটা৷ধন্যবাদ৷
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:০৯
301353
তরবারী লিখেছেন : দেশটা ট গেলো রসাতলে --- আমরা খামু কি ? Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File