কবিতাঃ জীবন
লিখেছেন লিখেছেন তরবারী ২০ মার্চ, ২০১৬, ০১:৪৮:০৩ দুপুর
জীবন নামের পাগলা তরী
উথাল পাতাল ঢেউয়ে
কোন আশাতে যায় ছুটে যায়
বৈঠা ছাড়া নাওয়ে!
হায়রে জীবন ফুলের মত
ভোর বিহনে ফোটে
প্রাণ পাখিটা ছিঁড়িবে কখন
সে খবর কি জুটে !
সাগর মাঝে ডিঙ্গি নৌকা
যেমন করে ছুটে
এই জীবনের ক্ষণ মাঝিটা
তেমন করেই হাটে ।
নিজের তরে কিচ্ছু না রে
পাপড়ি সুবাস পরে
যে যার মত আসে নিতে
তবু জীবন গড়ে।
কীসের আশায় জীবন মাঝি
দমকা বায়ুর তালে
প্রদীপ নিভে গেলে যে সব
হারিয়ে যাবে কালে।
তবুও জীবন যায় ছুটে যায়
ঝাল মিষ্টির নালে
চাওয়া পাওয়ার হিসেব গুলো
খাতার বাইরে ফেলে।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন