আমাদের কাফেলা

লিখেছেন লিখেছেন তরবারী ১৩ মার্চ, ২০১৬, ০৩:১৮:৫৪ রাত

আমাদের কাফেলা দুর্বার,দুরন্ত

চলছেই,চলবেই অবিরাম

বাতিলের মসনদ ভেঙ্গে করে চুরমার

কায়েম হবেই,হবে ইসলাম।

ঈমানের পথ বেয়ে বিলিয়ে বক্ষ জমি

কালিমার পতাকা উড়াবোই

বাংলার মাটিতে,এদেশের ঘটিতে

কোরআনের বীজ মোরা বুনবোই।

খুনের দরিয়াতে আমাদের প্রাণ

কাতারে কাতারে বিলিয়ে

স্বর্নালী খিলাফা আমাদের তরে

আবার আনবো ফিরিয়ে।

তাগুতের পাহাড়,ভেঙ্গে হবে চুরমার

ভয় করিনা কোন সৃষ্টি

আবার আবার বইবে এদেশে

রহমতের অমীয় ধারা বৃষ্টি।

বিষয়: সাহিত্য

১০৬১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362299
১৩ মার্চ ২০১৬ সকাল ০৫:৪১
শেখের পোলা লিখেছেন : তাই যেন হয় আর শিঘ্র, ধন্যবাদ৷
২০ মার্চ ২০১৬ দুপুর ০১:৪৮
300909
তরবারী লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File