ছড়াঃ জল
লিখেছেন লিখেছেন তরবারী ১১ মার্চ, ২০১৬, ১২:১৮:০৮ রাত
চার গ্লাস জল
খালি পেটের তল
সকালের সময়
খেতে যে হয়!
ঘণ্টা সময় বসে
আরাম আয়েশ শেষে
খানা খাদ্য দই
তৃপ্তি ভরে লই।
বেলা হল মধ্য
নিয়ম চলে অদ্য
জল হবে গ্লাস দুই
অপেক্ষায় বসে রই।
খেয়েদেয়ে জল ছাড়া
হইয়ো নাকো ছানাবড়া
যাক বয়ে কিছু ক্ষণ
জল নেবো ভরে মন।
দিন হতে রাত আসে
একই পথে হেসেখুশে
খানা আর জল
সময় বেঁধে চল।
ডায়াবেটিস,গ্যাস্ট্রিক
হয়ে যাবে সব ঠিক
ব্লাড প্রেসার,ক্যান্সার
তারও হবে প্রতিকার।
বিষয়: সাহিত্য
৯১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন