আমরা করবো জয় ... (বাংলাদেশ ক্রিকেট দলের উদ্দেশ্যে লেখা)
লিখেছেন লিখেছেন তরবারী ০৫ মার্চ, ২০১৬, ০৬:২৭:২০ সকাল
ভয় ,হতাশা বহুদুর ফেলে
জাগিয়াছে এবার বাংলাদেশ
সোনায় মোড়ানো চাদর নয়
পড়েছি ভালোবাসা সিক্ত বিজয়ের বেশ।
গর্জে উঠেছে প্রদীপ হাতে
বুক ভরা আছে বিজয়ের নেশা
সন্মুখে সব করে চূর্ণ-বিচূর্ণ
বাঁচিয়েই
নিবে এই জাতির আশা।
দামাল ছেলেরা অকুতোভয়
রণ সাজে সেজেছে আজ
নিশান উড়ায়ে ধরবেই তারা
যেন দুর্বার,তীক্ষ্ণ উড়ন্ত বাজ
৩২ কোটি হাত, ১৬ কোটি প্রার্থনা
এক প্রানে গেছে গেঁথে
দুর্বার গতিতে যাও ছুটে যাও
আছি তোমাদের সাথে......।। ।। ।।
বিষয়: সাহিত্য
১১০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সামগ্রিক ভাবে বলতে গেলে ক্রিকেট খেলাটাই ভালো নয়!! কারন বাংলাদেশের হাজার হাজার তরুণ ক্রিকেটের পেছনে ছুটছে কাজকর্ম পেলে এটা মোটেও দেশের জন্য ভালো দিক নয়।।
এই ষোলকোটির মধ্যে কিন্তু আমি নাই। খেলার জন্য প্রার্থণার কোন মানে হয়না
মন্তব্য করতে লগইন করুন