বাবুই পাখি

লিখেছেন লিখেছেন তরবারী ০১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:২০:৪৭ রাত

জীবনে টাকা পয়সা থেকেও বেশী গুরুত্বপূর্ণ মানুষে মানুষে সম্পর্ক,বাবা মায়ের সাথে সম্পর্ক,ভাই-বোনে সম্পর্ক,আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক।নিজ সমাজ,পরিবার,আশেপাশের মানুষের মধ্যে সম্পর্ক।

শত টাকা দিয়েও একটি সম্পর্কের একটু মাহাত্ম্য কেনা যাবে না,যাবে না সম্পর্কের মাঝে জীবন্ত ঘুরাফিরা করা সুখ কে ক্রয় করা।

একটি সম্পর্ক সৃষ্টি হয়ে আসে আর তাকে টিকিয়ে রাখার দায়িত্ব পরে মানুষগুলোর উপর।মানুষ যখন সম্পর্কের মাঝে থাকে তখন ফীল করে না যে একটি সম্পর্ক তার জনও কত জরুরি দরকার। যখন সে সম্পর্ক থেকে অনেক দুরে চলে যায় সে সম্পর্কগুলো মানুষের জীবনে কতটা দরকারি।

অথচ প্রবাসী মানুষগুলো খুব অল্প দামে নিজেদের জীবন কে বিক্রি করে দিয়ে অবসান ঘটায় সম্পর্কের মধুরতা কে।এই অল্প দাম শুধু টাকার অল্প দাম না,এই অল্প দাম হল হাহাকারের আর চোখের জলের রূপক নাম।

প্রতিনিয়ত কান্না আর হাহাকার গুলো প্রবাসীদের এক নিত্য সঙ্গী,যার সাক্ষী রাতের না দেখা তারা,চোখে না পরা বালিশের জমিন।

প্রবাস কোন সুখের চাঁদের বাটি না,এটি এমন এক নেশা যা মদ জুয়ার চেয়েও ভয়ঙ্কর,অক্টোপাসের চেয়েও কঠিন বেড়াজালের এক আবদ্ধ জগত।

অতি অল্প দামে জীবন যৌবন বিক্রি করে নেশার চাষ এর নামই এর প্রবাস।

সত্যিকারের সত্য হল বাবুই পাখির কবিতাটি।

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358183
০১ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত নই। মানুষ কিন্তু প্রাগৈতিহাসিক কাল থেকেই অর্থ বা অন্যান্য করনে প্রবাসি হয়ে আসছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File