লিভ টুগেদার
লিখেছেন লিখেছেন তরবারী ০৪ নভেম্বর, ২০১৫, ০১:০৯:৩৮ রাত
লিভ টুগেদারেই যদি কাজ হওয়ে যায়
বিয়ের দরকার কি ?
কেউ কেউ বলে বাংলাদেশের পতাকা ভারত নিয়ে যাবে ---- বা বাংলাদেশকে ভারতের কাছে তুলে দেয়া হবে ?
ভারত তার নিজের উদরের পুটলা পুটলি প্রদেশ গুলোই সামাল দিতেই হিমশিম খায় সেখানে বাংলাদেশের মত আরেকটা কখনোই নিজের নামে নিবন্ধন করে নিবে না,তবে ৭১ ই দত্তক নিয়ে রখেছে,বাপ এর পরিচয় দিলে ভারতকেই দিতে হবে,কারণ যুদ্ধটা তো আর বাংলাদেশ পাকিস্তান হয়নি,হয়েছে ভারত পাকিস্তান।
সে কথা ইতিহাস,তবে এর পরবর্তী সময় গুলুতে ভারত মাতা হওয়ে এসে বিমাতা সুলভ আচরণই আমাদের সাথে করেছে,আমরাও আপন মায়ের বুক মনে করে বারবার তার আচলে ঘুমাতে ছুটে চলে যাই।
ইলিশ দেই,বালিশ পাবার জন্য,ক্রেস্ট দেই বেস্ট কিছু পাবো বলে,পানি দেই হয়তো হানি দিবে এই ভেবে,আকাশ দেই সাবাস উপাধি পাবো এই আশায়।
পাওনার খাতায় কম না,ফারক্কা ধুমদারাক্কা করে দিয়েছে অক্কা,আকাশ দিয়েছে নগ্নতা আর ছেদ এর শিক্ষা,বাণিজ্য দিয়েছে ঘাটতির বোঝা,ট্রানজিট,চিপা পথ গলি পথ দিয়েছে মাদক আর অস্ত্রের বিশাল বাহার।
সমাজকে বিভক্ত করে দিয়েছে ভারতীয় মতাদর্শ আর সুস্থ মতাদর্শের মাধ্যমে।অফিস আদালতে ভারতীয় র,বাংলাদেশের দাগি আসামি আর চর বাটপারের জন্মভূমি হওয়ে যায় ভারত যখন আইন তাদের পাকড়াও করতে উদ্যত হয়।সেনাবাহিনী তেও র এর ভয়ঙ্কর থাবা।
আজ সরকার অফিস আদালত সব কিছু যখন ভারতের প্রেস্ক্রিপশান এ চলছে তখন দেশটা ভারত কেন নিজের উদরে ভরবে,লিভ টুগেদারেই তো বেশ আছে।
বিষয়: বিবিধ
১৬৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন