প্রেম পিয়াসী
লিখেছেন লিখেছেন তরবারী ২০ অক্টোবর, ২০১৫, ০৬:২৬:২৬ সকাল
তোমার প্রেমে পাগলপারা দাও করে দাও আমার মন
চাইনা আমি আর তো কিছু পাই যদি ঈমানের ধন।
পাপের তাপে মনের বাগ,হয়ে গেছে কালো নিশা
কেমনে আমি পাই গো প্রভু ঈমানেরই পথের দিশা।
মোহোর আটা পাথর হৃদয়,কঠিন আঁধার ঘেরা
দিয়ো না কো গজব ঢেলে তোমার ক্ষোভের খরা।
তোমার প্রেমে পাগলপারা দাও করে দাও আমার মন
চাইনা আমি আর তো কিছু পাই যদি ঈমানের ধন।
যে পথ ধরে কাফের ,বে-দ্বীন পেল সাহারা
ঈমানেরই রশি ধরে খোশ মাতোয়ারা ।
তেমন ঈমান দাও গো ঢেলে আমার এই অন্তরে
জপি যেন আল্লাহ আল্লাহ প্রতি স্বরে স্বরে।
দিলটা তুমি নরম করো,তোমার পথের শানে
আমার সকল তোমায় শধু সঁপি মনে প্রাণে।
তোমার প্রেমে পাগলপারা দাও করে দাও আমার মন
চাইনা আমি আর তো কিছু পাই যদি ঈমানের ধন।
পাপের সকল অমানিশা দূর করে দাও দয়াময়
মরণ যেন তোমার পথে তোমার তরেই হয়।
চাইনা ওগো চাইনা বাড়ি,চাইনা সোনা দানা
তোমার খুশী আমার খুশী আমি দিওয়ানা।
তোমায় পেলে সবই আমার,তোমায় শুধু চাই
এমন ঈমান দাও হে প্রভু,পথ যেন না হারাই।
তোমার প্রেমে পাগলপারা দাও করে দাও আমার মন
চাইনা আমি আর তো কিছু পাই যদি ঈমানের ধন।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন