বদ্ধ শহর
লিখেছেন লিখেছেন তরবারী ২৫ ডিসেম্বর, ২০১৪, ০৯:১৯:৫০ সকাল
বড় বদ্ধ এ শহর,
ইট পাথরের শক্ত খুলিতে ঘেরা
রংহীন,প্রাণহীন বিচিত্র নির্জীব
তবুও কত রং,কত প্রাণ
যেন সিনেমার পর্দায় কিছু হচ্ছে
কেউ কারও নয়,শুধু কারোর দাবী তে অভিনয়
আছে আলো,আছে আঁধার
আছে বানানো গল্প
শুধু নেই প্রাণ,নেই আত্মপদচারনা
এ আমি কোথায় !
কোনও নদী নেই,নেই পাহাড়ি গান
নেই ঝিরঝিরি পবনের দোলে
মন ফড়িঙের পুচ্ছ নাচন
উফ! দম বন্ধ হয়ে আসে।
প্রকৃতির উড়ন্ত বালকগুলো আজ !
এই বদ্ধ শহরের ইট কাঠ হল বুঝি।
আলেয়ার রঙের শহর
আলোর দ্যুতিতে ডাকছে উঁই এর মত
কতদিন দেখি না খোলা আকাশ
মৃদু ব্রহ্মপুত্রের পাড়
পাইনা কতদিন গতিহীন ভালোবাসার পরশ
নির্ভেজাল প্রকৃতির ছোঁয়া।
বদ্ধ শহরে ক্লান্ত প্রাণ
একটু সূর্য দেখবো আমি!
শেষ কটা দিন,শেষবারের তরে!
একটু দম ইটের গন্ধবিহীন
এক খোলা আকাশ কি দেবে আমায় ?
বিষয়: সাহিত্য
১০৭৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন