কিছু বুঝলেন ?
লিখেছেন লিখেছেন তরবারী ১৩ জুলাই, ২০১৪, ০৬:১৫:৪৬ সকাল
সারাদিনের অনেক ছোট ছোট বিজ্ঞ ব্যাক্তিদের গল্প আর গবেষণা থেকে নেয়া---
----------ইসলামে নারী নেতৃত্ব হারাম এটা আপনি জানেন ?
শ্রোতা : কি বলবেন ভাই বলে ফেলেন।
প্রশ্নকর্তা : এটা হারাম,এর পরে জামাতে ইসলামী কিভাবে নারী নেতৃত্ব মেনে নিয়েছে ?
শ্রোতা : ভাই আপনি তো আওয়ামীলীগ করেন,তার নেত্রি তো নারী,তো হারাম জানলে আপনি আওয়ামীলীগ কে কিভাবে সাপোর্ট করেন?
পিন পতন নীরবতা ।
------------প্রচলিত গনতন্ত্রে ইসলামী রাজনীতি হারাম,কারণ গনতন্ত্র হল কুফুরি।
শ্রোতা : তো ?
গবেষক : তো জামাতের রাজনীতি হারাম।
শ্রোতা : আপনি যে দল সাপোর্ট করেন তারাও তো গনতন্ত্র-ই করে,তো আপনি নামায রজা করে কিভাবে সরাসরি হারাম কাজ করছেন?
রাজ্যের নীরবতা !!!
-------------ফিলিস্তিনে হামলাকে উবামা সাপোর্ট করলো বা এর বিরুদ্ধে কিছু বলছে না,সে না আধা মুসলমান ?
শ্রোতা : এখন কি হইছে ?
চিন্তাবিদ : তাহলে আধা মুসলমান হয়ে লাভ টা কি ?
শ্রোতা : আপনি আর আপনার দলের সবাই তো পুরা মুসলমান,তো আপনি কি ছিঁড়েছেন?পুরা মুসলমানরাই সরিষার তেল খুজে আধা মুসলমানের কাছে কি expect করেন?আপনি নিজেই তো নাকে তেল দিয়া থাকেন !!!
হুশ------আর কোন কথা না !!!
------------উসামা বিন লাদেন যদি ভালো মানুষ-ই হতো তাহলে পাকিস্তান তাকে আশ্রয় দিয়ে আবার ধরিয়ে দিতো ?
শ্রোতা : কি বুঝাতে চাইছেন ?
বিজ্ঞজন : ভালো মানুষকে কেউ মেরে ফেলে?
শ্রোতা : তাহলে শেখ মুজিবরে ভালো বলেন কোন সার্তিফিকেট দিয়ে?তারে তো নিজ দলের নিজ দেশের চরম পরম বন্ধুরাই মেরে ফেলছে,তাহলে কত খারাপ একটু অনুমান করবেন নাকি ?
ওই মিয়া,কিসের মদ্ধ্যে কি?ফাইজলামি পাইছেন?
ভাই আজকের মত মাফ চাই,আপাতত যাই-----
---- কিছু বুঝলেন ?
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ আওয়ামী লীগও গনতন্ত্র করে আর ইসলামী নাম নিয়ে আপনারাও করেন গনতন্ত্র । এর ধারায় নির্বাচনেও যান , মন্ত্রীও হন।
০ আওয়ামী লীগ তথা সরকার গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদ জানিয়েছে , আপনারা কি করেছেন ? না করলে তো কথাই নাই , আর যদি করে থাকেন তাহলে তো আপনারা আওয়ামী লীগ যা করে তাই করলেন ।এর বেশী কিছু না ।
০ সাঈদি , গোলাম আজম , নিজামীদেরও ভাল মানুষ বলেন কোন সার্টিফিকেট দিয়ে ? ভাল মানুষকে কি কেউ জেলে নেয় , জেল/ফাঁসি দেয় ?
আওয়ামী লীগ যা করে তা তো তালে তালে আপনারাও করতেছেন ।
আর ইতিহাসই সাক্ষী যে আওয়ামী লীগের সাথে জামায়াতই আঁতাত করে এবং তুলনামূলকভাবে সমমনা দলের পিঠে ছুরি মারে । সেটা ১৯৯৪-৯৬ তে ভালই বোঝা গেছে । যেটার দায় সারাটা জাতিতে আজীবন বয়ে বেড়াতে হবে । ১৯৭১ এ তাদের ভূমিকা দেশকে বিপদে ফেলেছিল এবং ১৯৯৬ এ তাদের ফর্মুলা দেশকে জটিল থেকে জটিলতর পর্যায়ে নিয়ে গেছে ।
আপনারা ইসলামের নাম নিয়েও তো ইসলাম পরিপন্থী গনতন্ত্রের ধারাতেই আছেন । মানুষকে ইসলামের কথা বলে শরিয়ত পরিপন্থী কাজই করছেন ।
আপনাদের আর আওয়ামী লীগের মধ্য তাহলে পার্থক্য কোথায় ?
মন্তব্য করতে লগইন করুন