কাজলা দিদি কবিতার প্যারডি
লিখেছেন লিখেছেন তরবারী ২০ মে, ২০১৪, ০৬:৫১:৩৮ সকাল
বাংলাদেশের মাথার উপর হাসিনা বসেছে ওই
মাগো আমার শান্ত দেশের শান্তি গেলো কই ?
নদীর ধারে,ঘাটের কোলে থরে থরে লাশ চলে
র্যাবের ভয়ে ঘুম আসে না,পালিয়ে জেগে রই
মাগো আমার শান্ত দেশের শান্তি গেলো কই ?
সেদিন হতে কেন মা আর শান্তিকে না ডাকো
শান্তির কথা বললে তুমি মুখটি চেপে থাকো !
বাহির পথে আসি যখন,দেশের কথা বলি তখন
পাশের তখন কেন মাগো কথা বলে নাকো ?
সবার মত তুমিও কেন চুপটি করে থাকো ?
বল মা কি হয়েছে দেশের,কবে ঠিক হবে ?
কাল যে আবার নতুন ঘরে শিশু জন্ম নিবে !
৭২ এর মতন করে,লাশে যদি দেশ ভরে
জন্ম নেয়া নতুন শিশুও এই দেশেতে কেমনে রবে !
নিয়ম ও নাই,মানুষও নাই,তবেই কি শান্তি হবে ?
অস্ত্র,মদে ভরে গেছে দেশের উপর তল,
বন্ধ করে রাখিসনে চোখ,বল তুই কথা বল।
চ্যানেলগুলোর বাকে বাকে অপকর্ম লুকিয়ে থাকে
ভান করে আর চোখ বুজ না,চাপতে গিয়ে স্ক্রল
খোদা যখন ডাকবে তোকে,বলবি কি তখন বল !
বাংলাদেশের মাথার উপর হাসিনা বসেছে ওই
এমন সময় বীর মুজাহিদ সবাই গেলো কই ?
শীতলক্ষ্যার নদীর পাড়ে,লাশ ডাকে বোটের ধারে
লাশের গন্ধে ঘুম আসেনা,পালিয়ে জেগে রই।
ভয় ধরেছে,বল মাগো শান্তি গেলো কই ?
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন সময় বীর মুজাহিদ সবাই গেলো কই ?
শীতলক্ষ্যার নদীর পাড়ে,লাশ ডাকে বোটের ধারে
লাশের গন্ধে ঘুম আসেনা,পালিয়ে জেগে রই।
ভয় ধরেছে,বল মাগো শান্তি গেলো কই ?
কোথায় সেই শান্তি ?
আপনাকে বাঁশবাগানের বাঁশের আগায় চড়ানো হবে।
বাংলার মানুষ মরছে এখন নিজেদেরই পাপে
তাহলে তো ভালই
আপনাকে বাঁশবাগানের বাঁশের আগায় চড়ানো হবে।
লেখাটা কিন্তু সেরাম অইচে
মন্তব্য করতে লগইন করুন