মানবতা তুমি কার তরে কাঁদো ? (প্যারডি)
লিখেছেন লিখেছেন তরবারী ০৯ এপ্রিল, ২০১৪, ০৫:৫৮:৫০ সকাল
মানবতা তুমি কার তরে কাঁদো ?
তার কাঁদা কি মিশরের চেয়ে বড় ?
তার কাঁদা কি ফোলানির চেয়ে বড় ?
............................................
সাজানো বাগান,ঝকঝকে বাড়ী
কদিন আগেই ছিল সুখেরই রতন
দিন বদলের যাঁতাকলে
সাধের মাটি,শিশু জোয়ান ।
।।। । । । । ।
মানবতা তুমি কার তরে কাঁদো ?
তার কাঁদা কি মিশরের চেয়ে বড় ?
তার কাঁদা কি ফোলানির চেয়ে বড় ?।।
তোমার এ মানবতা !
আমার রক্তে ভিজা কাঁদা
পৃথিবী তোমার অনুকূলে
আমার যত বাঁধা !
তোমার খেলা খেলা
আমার রবের হুকুম
তারপর মানবতা !
ঝড়ো ঝড়ো
মানবতা তুমি কার তরে কাঁদো ?
তার কাঁদা কি মিশরের চেয়ে বড় ?
তার কাঁদা কি ফোলানির চেয়ে বড় ?
তোমার বুলির বহর
আমার ক্ষত রক্তের নহর
আইন তোমার অভিমুখে খোলা
বাস্তব নড়বড় ।
তোমার একটু কথা
আমার সম্বিতকে খুঁজে পাওয়া
তারপর উপড়ে ফেলা দেহ
ঝড়ো ঝড়ো।
মানবতা তুমি কার তরে কাঁদো ?
তার কাঁদা কি মিশরের চেয়ে বড় ?
তার কাঁদা কি ফোলানির চেয়ে বড় ? । । ।
http://youtu.be/H2igQmXVZBc
একটি গানের প্যারডি,হয়তো একটু অন্নভাবে উপস্থাপন,তবে কথাগুলু কি অস্বীকার করা যায় ?
কার জন্য মানবতা ?
কে সেই মানবাধিকার শক্তি ?
কোথায় তার বিচরন ?
বিষয়: বিবিধ
১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন