আর কত চাও রক্ত খোদা,আর কত ক্রন্দন এই জমিনে আসবে কবে তোমারই শাসন !
লিখেছেন লিখেছেন তরবারী ২৮ মার্চ, ২০১৪, ০৬:৫৮:০৩ সকাল
আর কত চাও রক্ত খোদা,আর কত ক্রন্দন
এই জমিনে আসবে কবে তোমারই শাসন !
বুকের ব্যাথা জানো প্রভু,চাই তোমারই মদদ
দাও ফিরায়ে এই জমিনে রাশেদারই মসনদ।
বাবার কাঁধে ছেলের লাশ,মা কেঁদে হয়রান
লক্ষ বুলেট ছুটে এসে নিচ্ছে কেড়ে প্রাণ
জালিম শাহীর জুলুম যেন ভাঙছে দেশের বাঁধ
খোদা তোমার মদদ ছাড়া কাটছে না যে রাত !
দ্বীনের জন্য চাইলে তুমি, দেবো প্রাণ ও মন
সবর সবর ধরছি খোদা,আর যে কতক্ষণ
শহীদ হবার বাসনা করি সারাটি জীবন
এই জমিনে আসবে কবে তোমারই শাসন
আর কত চাও রক্ত খোদা,আর কত ক্রন্দন
এই জমিনে আসবে কবে তোমারই শাসন !
ঝাঁজরা বুকে কত মানুষ ,কত অপমান
ফাঁসির দড়ি পড়ছে মুমিন,মিথ্যার-ই জয়গান
হইনি হতাশ,লড়ছি দেখো জীবন-মরণ-প্রাণ
এই জমিনে আসবে কবে তোমারই শাসন
আর কত চাও রক্ত খোদা,আর কত ক্রন্দন
এই জমিনে আসবে কবে তোমারই শাসন !
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন