নারীর শ্লীলতাহানির গোঁড়া কোথায় - ১
লিখেছেন লিখেছেন তরবারী ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৩:৪৮ সকাল
লেখাটি কিভাবে শুরু করবো তার কোন পথ খুঁজে পাচ্ছিলাম না,আবার ভাবছিলাম ও অনেকবার।একবার ফেইসবুকের পাতায় লেখাটির এক অংশ লিখেছিলাম।তারপর যেহেতু সত্য কিছু কাহিনী সেখানে ছিল তাই তার বাস্তব কুশিলব দের কেউ কেউ আমাকে পরোক্ষভাবে তাদের উস্মা প্রকাশ করেছিল।তবে আমি তাদের বুঝাতে সক্ষম হয়েছিলাম যে এটা জনহিতকর এবং কাল্পনিক কোন গল্প তৈরি আমি পছন্দ করি না।যাই হউক পরে সেটাকে আর ওভাবে রাখিনি,ডিলিট করে দিয়েছিলাম।কিন্তু তখন থেকেই মনের মধ্যে বিষয়টি খুচা খুচি করছিল যে এরকম একটা লেখা প্রয়োজন। সেই খুচাখুচির ঠেলায় আজ লেখাটি লিখতে বসলাম।
ইভটিজিং,শ্লীলতাহানি আর ধর্ষণ কথা গুলুর সাথে আমরা খুব-ই পরিচিত।বিশেষ করে বাংলাদেশের প্রতিদিনের পত্রিকার পাতা খুললে যে জিনিষটি সবচেয়ে কমন টা হল ধর্ষণ,শ্লীলতাহানি।কোন সন্দেহ নেই যে সামাজিক নৈতিক জ্ঞানের অবক্ষয়,অশ্লীলতার অবাধ বিচরন আর ধর্মীয় মূল্যবোধের অভাব-ই এর জন্য দায়ী।তবে ধর্মীয় ব্যপারতা আলোচনা এখন আগের মত তেমন কাজ করে না,কারন এই ব্যপারে মানুষ অনুভূতিহীন হয়ে গেছে।তাই ওই ব্যাপারটা নিয়ে আলোচনা আজ করবো না।শুধু আমার দেখা ভাবনা আর বাস্তব কিছু অভিজ্ঞতার আলোকে এই লেখা টা সবার কাছে দিচ্ছি।পাঠক তার বিচার করে পথ খুঁজে নিবেন।
এক গবেষণায় দেখা গেছে শতকরা ৭০-৭৫ ভাগ পুরুষ মানুষ যখন একজন মেয়ের দিকে তাকায় তখন প্রথম তার চোখ যেখানে যায় সেটা হল মেয়েটির বুক এর উপর,তারপর আস্তে আস্তে মুখ দর্শন থেকে সারা শরীর।কথাটির প্রমান খোঁজার জন্য আমি অনেকদিন অনুসন্ধান করলাম।তারপর মনে হল আসলেই তাই।
আমি দেখলাম বন্ধুদের আড্ডায় যখনই বসলাম তারা যত সিরিয়াস বিষয় নিয়েই থাকুক না কেন হঠাত কোন মেয়ের দিকে চোখ পড়লেই তারা ওই মেয়েটার শরীর নিয়ে মন্তব্য শুরু করে দিয়েছে।একজন আরেকজনকে দেখানোর প্রতিযোগিতা থেকে শুরু করে কি কিভাবে নিচ্ছে তার মতামত জানতে চাওয়া,তারপর আস্তে আস্তে তাকে মনের মধ্যে লালন পালন থেকে মনে মনে তাকে নিজের অস্তিত্তের সাথে গেথে ফেলা সব-ই হয়ে যাচ্ছে।এরকম কলেজ ভার্সিটি বা যেখানেই যে কোন ছেলেদের দেখলাম তারা সবাই এই বিষয়টি নিয়ে খুব সিরিয়াস।
তো এই যদি হয় অবস্থা তবে আসলে একটা মেয়ের ধর্ষণ শুরু হয় কোথা থেকে?সেটা কি শুধু জোর করে বিছানায় নিয়ে যাওয়ার পর নাকি তারও আগে থেকে?
মানুষের জন্য সেক্সুয়াল বিষয়টা জন্মের সাথেই জড়িয়ে দেয়া আছে,ইসলাম ধর্মে সেই বিষয়টাকে বৈধ করার জন্য বেবস্থা দেয়া হয়েছে।আবার এর যাতে অন্যায় ব্যবহার না হয় তার পন্থাও দেয়া হয়েছে।যদিও আজকাল সেটা না মানার লোকজন-ই বেশী।
আধুনিকতার ধোঁয়া এর অন্যায় ব্যাবহারকে বারিয়েছে বহুগুন।একজন মেয়ে যখন বেপর্দা চলে বা যদি বলি অশ্লীল ভাবে চলে তবে পুরুষ লোকটি তার দেহের বাহ্যিক অংশ নিয়ে কল্পনা করা শুরু করে,একসময় সেই কল্পনা আরও গভীর হয়,টা থেকে সেটা গভীরতর হয়।তারমানে সেই মেয়েটি বা সেই মহিলার স্বামী তাকে নিয়ে যে ভাবনা ভাবছে বাইরের একজন লোক ও তাই ভাবছে।তাকে প্রকাশ্য না হউক মনে মনে ধর্ষণ করছ।তাই নয় কি ? তাহলে ধর্ষণের শুরুটা কোত্থেকে হয়?
আর যারা নিজেদেরকে সতি বলেন তাদের মধ্যে যারা বেপর্দা চলে অভ্যস্ত তারা তো একরকম কাল্পনিক ধর্ষণের স্বীকার হচ্ছেন-ই? তাই না ? তাহলে আমরা শুধু ওই ধর্ষণকেই ধর্ষণ বলি কেন ? আর মুলের প্রতিকার না করে তা নিয়ে হই চই কেন করি ?
(চলবে)
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন