চলো তুলে আনি

লিখেছেন লিখেছেন তরবারী ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৯:২২ সকাল

চলো তুলে নিয়ে আসি সে স্বপ্ন গুলু

শিশির হয়ে পড়ে আছে ওই ঘাসে

টলমল হীরা দানা,মুক্ত মালার পুঁতি

সবুজের মাঠ-ঘাট বুকে

চল তুলে আনি সারথি হয়ে

দুজনে দুজন পাশাপাশি হাতে হাতে

ঘুমিয়ে যে স্তব্দ কণা শিশির নামে

ঘর হতে দুপা দূরে প্রতিদিনের মাঠে

রাত কেটে আধার পেড়িয়ে

ঊষার অরুণের প্রস্ফুটিত বাগানে

ঘুমো ঘুমো হয়ে যে যাচ্ছে হারিয়ে

অকালের অনিশ্চিতে না ফিরার দেশে

চলো না যাই,তুলে আনতে সেই

টসটসে শিশির বিন্দুকে

আমার জন্য,তোমার জন্য,আমাদের জন্য।

কুয়াশা মাখা ভোরের আলোতে

শিউলি ফুলের ঘ্রাণ জড়ানো

সোনালি স্বপ্নের বিনি সুতোয় গাঁথা

সুখ হাসির স্বপ্ন মাখানো ঘাসের বুক

যেখানে তোমার হাসি আটকে আছে

চলো না তুলে আনি,এই হাতের তালুয়

আমাদের সেই স্বপ্ন গুলোকে

গায়ে মেখে নিয়ে,ঠোটে জড়াতে

কোমলতার আলতো পরেশ নিতে

সাদা বকের মত ধবধবে হয়ে যেতে

চলো তুলে নিয়ে আসি সে স্বপ্ন গুলু

শিশির হয়ে পড়ে আছে ওই ঘাসে ।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172742
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৭
কাঁচের বালি লিখেছেন : এতো সুন্দর করে কবিতা লিখেছেন মনে হচ্ছে যেন আমি শিশির ভেজা ঘাসের উপরে হাঁটছি , খুব ভালো লেগেছে কবিতা ।
চলো তুলে নিয়ে আসি সে স্বপ্ন গুলু
172743
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৯
তরবারী লিখেছেন : হা হা হা ----- ধন্যবাদ
172803
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
173167
০৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩১
জবলুল হক লিখেছেন : সুন্দর কবিতা। ভালো লাগলো ।
173194
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৩০
তরবারী লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File