জয় ইন্দো - বাংলা,জয় মুজিব গান্ধী

লিখেছেন লিখেছেন তরবারী ০২ জানুয়ারি, ২০১৪, ০৮:৪৪:৪৬ সকাল

আওয়ামীলীগের অনেক ভাইদের সাথে কথা হল এই কয়দিন

সারমর্ম তুলে ধরছি :

আসলে বুঝতেছি না কি হচ্ছে,কেন এমন করছে তা বোধগম্য না।এটা আওয়ামীলীগের সরকার না।

এই সরকার অন্য কেউ চালাচ্ছে।আওয়ামীলীগ সরকার এখন সরকারে না।

ব্যাস , এইটুকু কথাই তাদের কথা। এর বেশী তারা বলে না।বুঝতে হবে সমর্থন করে তো !

সাথে একটু যোগ করতে তারা ভুলে না,সরকার যে উন্নয়নগুলু করেছিল তা তাদের এইসব কারনে জনগন ভুলে যাবে।তর্ক করতে যাইনি,ফলক তো অনেক উদ্ভদন করতে আমিও দেখেছি।কাজের খবর নিয়ে আমার কি লাভ !!

আমি জিজ্ঞাসা করলাম,দেশকে যে ইন্ডিয়ার কাছে তুলে দ্দিচ্ছেন ????

তারা সমস্বরে প্রতিবাদ ! কোথায় ! এটা অসম্ভব,শেখ হাসিনা আর যাই করুক এটা করবে না।

আমি বললাম ,শুরু হয়েছিল হুক্কা দিয়ে এখন যাতে অহরহ মদ চলে !

যেমন ?

শুনেন একটি দেশকে হঠাত করে গিলে ফেলবে সেরকম আন্তর্জাতিক অবস্থা এখন কোথাও নেই এবং ভারত এত বড় বোকামি কখনই করবে না যে বাংলাদেশকে তার গর্ভের ভিতরে নিয়ে তাকে পেলে পুষে বড় করবে বরং স্বর্ণলতাকে বট গাছের উপর তুলে দিয়ে যদি স্বর্ণলতাকেও বাঁচানো যায় এবং বাড়ির উঠান ও ঠিক থাকে তবে কে চাইবে তাকে মেরে ফেলে সুন্দর কে ধ্বংস করতে !!!!

এই উদাহরণটা ভালো দৃষ্টিকোণ থেকে হয়ে গেছে,আসলে মুল কথা হল বাংলাদেশের উপর সব চাপিয়ে দিয়ে যেমন সাংস্কৃতিক আগ্রাসন,বাণিজ্য ঘাটতি,সীমান্ত প্রতিরোধহীন আসা যাওয়া,বন্যার পানি,সুন্দরবনের এক্সেস,অফিস আদালতে হিন্দুদের জয়জয়কার,সরকারে 'র' এর লোকজন,পুলিশ আর মিলিটারিতে ছদ্মবেশী 'র' এর কিলার এর ছড়াছড়ি যদি ছড়িয়ে দেয়া যায়,তাহলে বাঙ্গালী অস্তিত্ব হারাবে কিন্তু কখনো তার মুল খোঁজে পাবে না,এমন সুজগ থাকলে দেশ দখল করে পেটে পুরতে হবে না।

বাংলাদেশ ভিক্ষুকের মতই ভারতের পিছে ঘুরবে,হাত দিয়ে সামনের মুখে সরাসরি ভাত না খেয়ে পিছন দিক দিয়ে ঘুরিয়ে ভাত খাওয়া আর কি !!!

পার্থক্য কি ? আমরা বাংলাদেশের কাছে পরাধীন যেমন ফকরুদ্দিন সরকার পরাধীন ছিল মইনের কাছে !!!!!

আর এই সব চুক্তি-ভুক্তি আর ধ্বংসযজ্ঞ এই সরকারের হাত দিয়ে তাদের করা সম্ভব।ফোলানির লাশের উপর দাড়িয়ে যখন ২০০ কেজি ওজনের স্বর্ণের ক্রেস্ট তুলে দেয়া হয় সোনিয়া গান্ধির কাছে

তখন সোনাবারু ভাত না পেয়ে গলায় দড়ি দেয়,বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৪ সালের বিশ্বকাপ তখন ভারত আয়োজন করতে নানা ষড়যন্ত্র করতে থাকে।

বাংলাদেশকে টেস্ট খেলতে দেয়ার সুযোগটিও দিতে যাদের রুচিতে কখনো জাগেনি ,তাদের জন্য অযাচিত এই প্রেম কি প্রমান করে না আমরা বিক্রীত,ইতিমধ্যে।

তেমন কিছু বলে নি উত্তরে,একজন বলে উঠলো রাজাকারদের মাথায় কত কিছু ঘুরে,আচ্ছা তোমরা ইন্ডিয়া কে দেখতে পারো না কেন !!!!!!!

বুঝতে পারি নাই কি উত্তর দেয়া উচিত,কথা মানলো ,কিন্তু বাঁশ লইয়াআও দাঁড়াইল আমারে দিতে যেন "কেন এসব বললি"।

আসলে সমস্যা হল এদের দেশপ্রেম ইন্ডিয়ার চোখ দিয়ে হয় তো ,তাই খুরশিদ (ভারতের পররাষ্ট্রমন্ত্রী) হয়তো সবাইকেই তাই ভেবেই আমারিকাকে বলে দিয়েছে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে !!!!

ঐশী তার বাবা মা কে ২০১৩ তে জনম উপহার দিয়েছে,সামনে ঘরেও মাইর,বাইরে তো আছেই।

কি বলবো !!! জয় ইন্দো - বাংলা !!!! জয় মুজিব গান্ধী !!!! ভারতের চোখ বলে কথা !!!

ভাববেন না পাতিদের সাথে কথা হয়েছে,পত্রিকার ভাষায় বলি "নাম প্রকাশে অনিচ্ছুক"

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File