আওয়ামীলীগের সাথে খেলা কি এতই সহজ ?

লিখেছেন লিখেছেন তরবারী ২৪ ডিসেম্বর, ২০১৩, ১০:১৯:৩৬ রাত

৪২ বছরে আওয়ামীলীগ আজকের এই অবস্থান সৃষ্টি করেছে।অনেক চড়াই উতরাই পেড়িয়ে।

তাদের দ্বিতীয় বাবার মৃত্যুর পর প্রায় হারিয়ে যেতে থাকা আওয়ামীলীগ এর পুনর্বাসন হয় জিয়াউর রহমান এর হাত ধরে।

তারপরেও জনগন তাদেরকে সাদরে তেমন গ্রহন না করলেও তাদের চেস্তার কমতি ছিল না।রাজনীতির সমস্ত ভাষা ব্যাবহার করে সব পথে খেলে তারা আজকের অবস্থান তৈরি করেছে।তবে এটাও সত্য প্রথমদিকে তাদের টিকে যাওয়াটা ছিল তাদের জন্য মানুষের বিশ্বাস না,আরেকবার সুযোগ দেয়ার মত।

তারপরেই আওয়ামীলীগ সেই সুযোগ এ কাজে লাগিয়ে আস্তে আস্তে দেশ জিম্মি করেছে।

পত্রিকা,টিভি চ্যানেল আর্মি,বিচার বিভাগ সব জায়গায় তারা তাদের আধিপত্য বিস্তার করেছে।

আপনি বা আপনারা যারা আন্দোলন করছেন বা মুখের বুলি বিলিয়ে দিচ্ছেন তারা কিভাবে ভাবলেন এই মুখের বুলি দিয়ে আওয়ামীলীগের খুলি উড়ে যাবে ?

আর এতদিনে যারা নিজেদের পাখা মেলে নিজেদেরকে গড়ে তুলেছেন তাদেরকে এই হাসফাশ করেই বিদায় করে দিবেন সেটা একটু বেশী পাগলামি হয়ে যায় না ?

পশ্চিমা শক্তিগুলু যখন বিশ্ব দখল করেছিল তখন সেগুলু হথাথ করে হয়ে যায়নি।

কমপক্ষে ১০০ বছরের অধিক সময়ের কার্যক্রমের ফসল হচ্ছে আজকের তাদের পাওনা।

তেমনি আওয়ামীলীগেরও তাই।

বনের রাজা সিংহ এর সাথে টক্কর দিতে কমপক্ষে বাঘ লাগে,

আর যদি বাঘ হাতে না থাকে তবে দুর্বল প্রাণীদের কমপক্ষে এক হতে হয়।

আপনাদের কি আছে ?

নাম ১৮ দলীয় জোট !!!!!

১ কে খুঁজে পাওয়া যায় বাকী ৮ তো একসাথে মিলেই না------- মানে বাকী ১৭-------

তার মাঝে কেউ কেউ তো বক্তৃতা দিয়েই বিপ্লব কায়েম করে ফেলছে।কি বাহার !!!! রাজপথে তো দুরের কথা পথেও তাকে দেখলাম না।

ওকে মানলাম !!!

তো ১ জন যে মাঠে খেলছে তার সাথে মিলে খেলতে না পারেন , কমপক্ষে মাঠে বল কুড়াতেও তো আসতে পারেন,তাই না ?

ঘরে বসে মাহাজন গিরি করে নৌকার মাছ আপনার গুদামে যাবে -"সেইদিন কি আর আছে মাম" !!!

এটা গেলো এক কথা,আরেক কথা হল আপনারা যে দেশ পরিবরতনের কথা বলছেন তার রুপ্রেখা কোথায় ?

কোথায় সেই আশার প্রদীপ ?

শুধু সরকার পরিবর্তন হলেই কি দেশ এগিয়ে যাবে ?

করুক আর না করুক ২০২০ এর তাদের তো একটা পরিকল্পনা আছে ,আপনাদের ?

যে নেতারা জনগনের অধিকার জনগনের মাজেহ ফিরিয়ে দেবার জন্য জেলে ঢোকার ভয়ে রাস্তায় নামতে পারে না ,সেই নেতা জনগনের ভবিষ্যতের জন্য জান্নাত বানাবে সেটা কিভাবে বিশ্বাস করে জনগন ?

জনগনের জন্য নাকি রাজনীতি ? অথচ নিজের জীবনের দাম কত বেশী !!!! মুখে এক আর অন্তরে আরেক না রেখে শহীদ আব্দুল কাদের মোল্লার শেষ কথা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ----

ইসলামী আন্দোলনের জন্য বলে গেলেন "যেতে দাও আমার এ রক্ত,এর মাধ্যমে ইসলামী আন্দোলনের জন্য বিজয়ের পথ রচিত হবে "

একেই বলে ত্যাগ।

সাথে দরকার ধৈর্য,প্রজ্ঞা আর টার্গেট।

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File