পাকিস্তানী দূতাবাস ঘেরাও,চমতকারই বটে।

লিখেছেন লিখেছেন তরবারী ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:৩৬:৩৬ সকাল

দেশপ্রেমের যে আলোকঝরা ঝর্না বইছে দেশে তার প্রচণ্ড চাপ আর আবেগের ঝনাঝনানিতে শাহবাগিরা আজ পাকিস্তানের বাংলাদেশস্থ দূতাবাস ঘেরাও করেছে।

তাদের দাবী ক্ষমা চাওয়া বা নিন্দা প্রস্তাব বাতিল করা।

দাবী না মানা পর্যন্ত তারা সেখান থেকে উঠবে না।সর্বশেষ দাবী দূতাবাস তুলে দিতে হবে।

great , আমি নিজেও শেষ দাবির প্রতি একাত্মতা পোষণ করছি।

কিন্তু, কিছু ব্যাপার আগে ক্লিয়ার করতে হবে।

ট্রাইব্যুনাল তো আন্তর্জাতিক ,তাহলে এই ব্যাপারে কেউ কথা বলতেই পারে , বাঁধা কোথায় ?

যদি সেক্ষেত্রে বাঁধা থাকে তাহলে জাতিসংঘ কিভাবে দুঃখ প্রকাশ করেছে ,সেটা কোন নীতিমালার মধ্যে পরে ?

ইইউ ক্ষোভ প্রকাশ করেছে,সেখানে কোন সমস্যা হয়নি কেন ?

আসলে চেতনাটা কিসের ?

স্বাধীনতা যুদ্ধের আলোকপাত করলে দেখা যায়,আমেরিকা আমাদের সরাসরি বিরোধিতা করেছে,শুধু তাই নয় তারা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সামরিক দিক থেকে সহায়তা পর্যন্ত করেছে।চাইনার ও মৌন সমর্থন ছিল।

জামাতের সমর্থন ছিল পাকিস্তানের প্রতি।

আর মেইন ভুমিকা ছিল পাকিস্তানের।

সব সমর্থনের সবাইকে আপনি ঘৃণা না করে,বরং চাইনার জিনিষ দিয়ে বাজার সয়লাব আর আমেরিকা তো ধ্যান জ্ঞান আর যেন প্রাণ ও বটে। তাদের ভিসার জন্য ভিক্ষুকের মত দ্বারে দ্বারে ঘুরা।

আর স্বাধীনতার পর মুজিবের পাকিস্তান নেতাদের সাথে দহরম মহরম তো সবারই জানা।

তো চেতনা সেখানে ঘুমিয়ে থেকে জামাতের প্রতি বিদ্বেষ মুলক দেশপ্রেমিক চেতনা কি মুনাফিকি না ?

জাতিসংঘ কে কিছু বলতে না পেরে পাকিস্তানের ঘাড় মটকানোর ভাবনা কি আরেকধরনের মুনাফিকি না ?

এই হঠাথ গজিয়ে উঠা বাঙ্গালিগুলুর দেশ প্রেমের চেতনা আমার কাছে খুব বিদঘুটে লাগে।

ইন্ডিয়া নিজ দেশে বসে বাংলাদেশ নিয়ে গল্প করে,সুজাতা এসে বাংলাদেশের রাজনীতি কিভাবে চলবে তার ব্যাখ্যা দিয়ে যায়---- ফলাণী কাটা তারে ঝুলে থাকে,আবুল আর লোটাস কামাল দরবেশ বাবারা সব লুটে পুটে খায় অথচ তাদের দেশপ্রেম তখন এক মাসের বাচ্চার ন্যায় ছোট্ট বেবি মশারির ভিতর বসে ফিডার খায়-------

আর জামাত শুনলে ?

যা হউক----- পাকিস্তানের দূতাবাস বাংলাদেশ থেকে তুলে দেয়া হউক।

আমি নিজেও পাকিস্তানীদের প্রচণ্ড ভাবে ঘৃণা করি।কারন তারা কেমন যেন সাধারন মানুষের কাতারে পরে না।

তবুও একটা জিনিষ বলতে হয় ১৯৯৯ এর বিশ্বকাপে বাংলাদেশ যেদিন পাকিস্তানকে নাস্তানাবুদ করে সেদিন ৭১ এর পরে আবার পাকিস্তান কে চপ্টেঘাত,পাকিস্তান কে আবারও বাঁশ,এইরকম নানা অতি রঞ্জিত কথার এত বাহার যে এর পরে বাংলাদেশের পরবর্তী one day জিততে ৪-৫ বছর অপেক্ষা করতে হয়েছে শুধু তাই নয় এর পরে বাংলাদেশ সবাইকে হারালেও একমাত্র পাকিস্তানকে এখন পর্যন্ত হারাতে পারেনি।

কারন কি জানি না,তবে আমার মনে হয় কোন কিছুই অতি ভালো ভালো না,আল্লাহ্‌ অতিষ্ঠ হয়ে যান।

আল্লাহ্‌ আমাদের এই জাতিকে রহম করুক। আমীন।

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File