কি ভবিষ্যৎ জামাতের রাজনীতির ?

লিখেছেন লিখেছেন তরবারী ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৮:১৪:২৩ সকাল

আওয়ামীলীগ আর ভারত দুই মিলে জামাতের সাথে একটা আপোষ করতে চাচ্ছে।

আর আপোষের মধ্যবর্তী স্থানে বসে আছেন,মাওলানা মতিউর রহমান নিজামি,দেলোয়ার হসেইন সাইদি,আলী আহসান মোহাম্মদ মুজাহিদ,আব্দুল কাদের মোল্লা প্রমুখ ব্যাক্তিগন।

নির্বাচনে আসো তাহলে ফাঁসী রদ,না হলে আজকে একটা রায় হবে হবে ফাঁসী ...

এবার আমার কথা শোন ?

নিজামি কে ? সাইদি কে ? মুজাহিদ কে ? -- সত্যি-ই আমি তাদের চিনিনা।তাদের চিনার আমার কোন দরকার নেই--- আমি ইসলামী আন্দোলন করি,কোন ব্যাক্তির না। তাহলে তাদের দিয়ে আমি কি করবো ?

হুম,তারা যেহেতু আজকের এই আন্দোলনের রুপকার,তাদের প্রতি আমার দায়িত্ব আছে,সেই দায়িত্বের অংশ হিসেবে মিথ্যা মামলা থেকে মুক্ত করে আনার উদ্দেশে আমার আন্দোলন।এবং এখনো এটা বিশ্বাস করি যে তাদের কাছ থেকে আমার অনেক কিছু শিখার বা জানার বাকী আছে,টাই আমাদের এই আন্দোলন।

তার মানে এই নয় যে,তাদের জন্য আন্দোলনের গতিপথ আমার থেমে যাবে।যদি আল্লাহ্‌ উনাদের মৃত্যুর ফয়সালা লিখে রাখেন তবে আমি এটা বিশ্বাস করি "দুনিয়াতে যার প্রয়োজন শেষ,আল্লাহ্‌ তাকে তখন উঠিয়ে নেন"

আর "প্রত্যেক প্রাণী-ই মৃত্যুর স্বাদ গ্রহন করবে" - তাহলে মৃত্যু নিয়ে ভাবনা কিসের !!

এবার যদি মিথ্যা মামলায়,ভুয়া বিচারে ফাঁসী হয়েই যায় (আল্লাহ্‌ না করুক) তবে আওয়ামিরা কি ভাবছে ?

শেষ !!!

আমি বলছি : সুন্দর করে নোট করে নাও,

প্রথমদিন হাউমাউ করে কাঁদবো,দ্বিতীয় দিন কষ্টে মুষড়ে থাকবো,তৃতীয় দিন আরও গতিবেগ নিয়ে ময়দানে ঝাপিয়ে পরবো কারন তাদের সারাজীবনের দায়িত্বের কঠিন বোঝা তখন আমাদের ঘাড়ে থাকবে,তা আঞ্জাম দেয়ার তাগিদ তখন আমাদের চরমভাবে তাড়িয়ে বেড়াবে।

৩-৪ বছর যাবত নেতৃবৃন্দ বন্দী ! তাতে আমাদের গতি কে থামাতে পেরেছে ?

যে যেমন সে নিজেকে তেমন ভাবে ।

হাসিনা বা খালেদা না থাকলে দল ভেঙ্গে খান খান হয়ে যাবে---- তাই জামাতকে সেভাবেই ভাবো ?

আল্লাহ্‌র জমিনে আল্লাহ্‌র দিনকে কায়েম করার জন্য ময়দানে জামাত শিবিরের কর্মীরা ,নেতা কে চেয়ারে বসে তা কেউ কখনো দেখেনি,জানেও না।শুধু জানে চেয়ার কথা বলছে।

তাদের কিছু একটা করে যদি ভাবো অগ্রযাত্রা কে থামাবে তারচেয়ে বড় ভুল আর কিছুই নেই-

দ্বীন প্রতিষ্ঠার অগ্রগামী সৈনিকরা ভালোবাসার সরবচ্চ দাবী মেটাতে জানে তবে জীবন মৃত্যুর মাঝে কোন পিঠ দেখাতে জানে না।

"ওরা চায় মুখের ফুতকার দিয়ে দ্বীনকে নির্বাপিত করে দিতে,কিন্তু আল্লাহ্‌ অবশ্যই দ্বীনকে প্রজ্বলিত করবে,তাতে কাফেরদের মনে যতই দাগা লাগুক"

আগুন নিয়ে খেলা করতে মজা,তবে গায়ে ধরলে জ্বালা বুঝা যায়।

বিষয়: বিবিধ

১৬৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File