এরশাদ রাজনীতির দায়ী আসলে কে ?

লিখেছেন লিখেছেন তরবারী ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪৬:৩২ রাত

এরশাদ নাটকের অবসান হয়নি----চলছে চলবে----- এমনটা নির্দ্বিধায় বলা যায় !

কিন্তু এসব নাটক আর উত্থান পতনের কাহিনীর পিছনের জঘন্য ইতিহাস আর আমাদের বাস্তবতা কি আমরা আসলে কখনো খতিয়ে দেখেছি বা দেখার চেষ্টা করেছি ?

সকাল-বিকাল উপাধি পাওয়া এরশাদ বাংলা সিনেমার কৌতুক অভিনেতার রাজনৈতিক পাট করছেন।

পিছন দিয়ে উনাকে সকাল-বিকাল করতে পাম্প করছেন আমাদের জননন্দিত জনপ্রিয় নেতারা।

তাদের ধন্যবাদ পাওয়ার যোগ্যতা আছে,দাবীটুকুও তারা করতেই পারে।

কেন ?

একটি দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন প্রায় ৭টি বছর।সফলতা ব্যারথতা মানুষের থাকবেই,তবে এ কথা অনস্বীকার্য যে যারা আজ এরশাদকে নিয়ে খেলে তাদের চেয়ে এরশাদ শত গুনে বেশী দেশপ্রেমিক ছিলেন বা দেশের জন্য করেছেন।

আজ নাকি উনি ফাইনাল কথা দিয়েছেন ।

কিসের ফাইনাল কথা ?

কি সেই ফাইনাল কথা ?

উনাকে কেন এসব ফাইনাল কথা দিতে হয় ? এটা কি এরশাদের মুনাফিকি নাকি বিএনপি আওয়ামীলীগের মত দলগুলুর নষ্ট রাজনীতির বলির পাটার ফসল ?

এরশাদকে স্বৈরাচার বলা হয় কিন্তু এরশাদের বুকে ঘুমানোর সময় উনি তখন কত্ত ভালো মানুষ।

আবার তার সিদ্ধান্ত নিতে গেলে

"বিএনপি বলে মাইরা ফালামু আওয়ামীলীগ বলে মাইরা ফালামু"

--- এইটা কি ? তাকে বিভিন্ন মামলার হুমকি ধমকি আর জেলের ভয় দেখানো হয় !!

মনে একটি প্রশ্ন জাগে?

সত্তি-ই কি এরশাদ অপরাধী ?

সত্যি-ই কি সে চরম স্বৈরাচার ?

যদি তাই হয় তবে সত্যিকারের বিচার কেন তার হচ্ছে না আর যদি টা না হয় তবে কেন এই হয়রানিমূলক ব্যবস্থা ?

আর আমার মুল কথা হল সে অপরাধী হলে তাকে বিচার না করে বিএনপি আওয়ামীলীগ নিজেদেরকে যে দেশপ্রেমিক আর দেশবান্ধব বলে ----- লজ্জা শরমের মাথা কিভাবে খেলে তারা এসব বলে ?

অপরাধীকে তারা বাচিয়ে রাখে রাজনীতির মাঠে নিজেদের বাচিয়ে রাখার জন্য --- এই যদি হয় অবস্থা তবে এই দুইটা দল কত বড় জঘন্য হতে পারে------

আর আমরা কি এইটা বলতে পারি না যে তারাই দুষ্টের সৃষ্টিকর্তা এবং লালন পালনকারী শুধুমাত্র তাদের ক্ষমতার জন্য ?

আর মুখে তারা দেশপ্রেমিক দেশপ্রেমিক বলে চিৎকার করে!

এসব ভণ্ড রাজনীতির অবসান চাই---- সত্যি-ই সময় এসেছে তৃতীয় শক্তি আসার যে কিনা ফররুখের সাত সাগরের মাঝি হয়ে দেশকে তীরে নিয়ে যাবে।

সবশেষে একটা কথা না বললেই নয় - বলির পাটা হতে এরশাদকে কে বলেছে ?কেন সে সসম্মানে রাজনীতি থেকে অবসর ন্যায় নাই ?

সম্পদের মোহ আর লোভ মানুষকে মৃত্যু অবধি ব্যস্ত রাখে অথচ সে টেরই পায় না মৃত্যু তার দরজায় উপনীত।

আত্মহত্যার ঘোষণা দিয়েছে,জানি না কোন নাটকের অংশ,তবে সত্যি হলে বলতে হয় কতটুকু অসহায় হলে মানুষ পারে এভাবে নিজেকে হরণ করতে ?

সুস্থ মানুষের রাজনীতি চাই,সুস্থ একটি সমাজ চাই।

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File