গোধূলি লগ্ন

লিখেছেন লিখেছেন তরবারী ০৬ নভেম্বর, ২০১৩, ০৮:১৪:১৩ সকাল

চৈতন্য যখন ফিরিয়া আসিলো

তনু বনে বেণু রাগিণী মেলিয়া

কর্ণ দ্বারে শুধাইলো এক কথন

"কি-ই বা বাকী প্রাণ পাতায়,

কে-ই বা আসিবে পন্থের পানে ?"

চৈতন্য যদি আসবি-ই ফিরে

গগনে কালো বারিদের ধারা

বইতে দিলি,কার লাগি রে ?

লয়েছিনু যা হস্ত মুঠিয়া

কাঁকন ঝুলিবার স্থানও ছাড়িয়া

কেই বা আছে,দিব্য ভরায়ে

তাহারও মর্ম বুঝিবার দায় !

স্বপন যাহা বুনিয়াছিল

কুড়ায়ে কড়ি প্রত্যহ আত্মায়

প্লাবিত হইলো,হইলো অর্বাচীন

অনন্তনিদ্রা ডাকিলো গহীন

বীণাতে তো আর ঝংকার নাহি

আপন হেয়ালে হয় দুদল্যমান !

চৈতন্য বলি,কান পেতে লয়ে যাও

আমারই অন্তরার্ত্মির ভাষা,

হল বেলা,খল খেলা,ফুরালো খই

যাও তুমি,ক্ষণ পড়ন্ত,বিদায় লই।

বিষয়: সাহিত্য

১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File