অস্থির

লিখেছেন লিখেছেন তরবারী ০৫ নভেম্বর, ২০১৩, ১০:৩২:১৭ রাত

প্রচণ্ড অস্থিরতায় মন আজ কাঁদো কাঁদো

ঝড়ো আবেগের টালমাটাল ধাক্কায়

নয়নের বারিধারা ছুটছে দেখো

আকাশ ভেঙ্গে প্রান্তর,পাহাড় ভেঙ্গে সাগর !

কি জানি কি হল ?

কেন মন উচাটন ?

জানি দেখবে না মেলে ঐ চিঠি খানি

জানি ফিরবে আর দেখতে পিছু চেয়ে

এক চিলতে হাসি আর জমিয়ে রাখবে না

অতি যতনে মিষ্টি ঠোঁটের ফাঁকে

আর ভালোবাসার কুটকুটি ছুঁয়ে যাবে না তোমায়

সেই তুমি কেন সেই তুমি নও !

সেই আমি কেন আজ হারিয়ে যাই

অশ্রুবানের ঝঞ্ছা ঢেউয়ে !

মনে পরে যায়,মিষ্টি দিনের সৃষ্টি আনন্দের

দুষ্ট সেই দুপুর,সকাল পেরিয়ে রাতের গগনে

চাঁদ দেখার সেই অপেক্ষা !

আমার ভালোবাসা আমি পারিনি দেখাতে

তোমাকে পারিনি আমি বুঝাতে

কি যে আমার তুমি ! কত যে আমার !

রোদের ঝলমলে বাইরের আকাশ

চোখের ছলছলে এ পৃথিবী আমার

কেঁদে কেঁদে হই নিরাকার

তোমাকে চেয়ে,তোমার পানে কাটে বেলা

শুধুই হাহাকার !

জানি কান্না গুলু দেয়ালের মাঝেই

আছড়ে পড়ে,মৃত্যু মাঝে হয় নিঃশেষ ।

কেউ সে কথা বলবে না তোমায়

নাই বা বলুক,বলবেই কেন বা !

পারো না তুমি ! একটু এসে যাও দেখে যাও

"ভালোবাসিনা" - কথাটি যাও বলে যাও।



বিষয়: সাহিত্য

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File