নাটের সংবিধানের প্রয়োজন নেই !
লিখেছেন লিখেছেন Nurul Afsar ১৬ নভেম্বর, ২০১৩, ০৮:২০:৫১ রাত
সর্বদলীয় সরকার নিয়ে যে বিভ্রান্তি চালিয়ে যাচ্ছে তা হাস্যকর ছাড়া আর কিছু নয় । দেশের সুশীল সমাজের মতামতকে উপেক্ষা করে যে পথ অবলম্বন করছে সরকার তার জন্য মাশুল দিতে হবে । সংবিধানের দোহাই দিয়ে সরকার যা ইচ্ছা তা করছে । সংবিধানের কোথাও সর্বদলীয় সরকারের কথা বলা নেই । এমন কি সর্বদলীয় মন্ত্রীসভা গঠন করে জাতীয় নির্বাচনের আয়োজন করার কথা উল্লেখ নেই । নির্দলীয় তত্ত্বাবধায়ক নিয়ে উচ্চ আদালত যে মতামত পেশ করেছে তা দেখলে জানা যায় সামনের দুটি নির্বাচন এই অধীনে করা যায় । সরকার দুর্নীতি নিয়ে যে টালবাহনা এবং লাপাত্তা হিসাব দেখাচ্ছে এই থেকে বাঁচার জন্য প্রহসনমূলক নির্বাচন করে গদিতে বসার পথ পরিষ্কার করতে চাচ্ছে । আসলে এরা ভুলে গেছে মানুষ তার ন্যায্য ভোটাধিকার নির্দলীয় সরকারের অধীনে প্রয়োগ করে যে কোন দলের নেত্রীকে আসীন করবে । হেফাজত ইস্যু দুই দলের জন্য ট্রামকার্ড হয়ে দাড়িয়েছে । সামনে দেখা যাচ্ছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন করবে রাজনৈতিক দলগুলো ।
বিষয়: রাজনীতি
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন