ভয়কে ঠিক পথে ঘুরিয়ে দাও

লিখেছেন লিখেছেন Nurul Afsar ১৫ নভেম্বর, ২০১৩, ০৯:১৯:৪৭ রাত

বিপদ দেখলে ভয় পাওয়া হচ্ছে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া । ভয় হচ্ছে আগুনের মত । নিয়ন্ত্রনে থাকলে তা কাজে আসে, কিন্তু নিয়ন্ত্রনহীন হলে ধ্বংস ডেকে আনে । সর্বদা ভয়ে ভয়ে জীবন কাটালে জীবনের লক্ষ্য হারিয়ে যায় । সত্য এবং কল্পিত ভয় আমাদের চিন্তাধারার মধ্য দিয়ে চুইয়ে চুইয়ে নেমে এসে আমাদের ব্যক্তিত্বের ক্ষতি করে । আমাদের বা আমাদের প্রিয়জনদের জীবন সুষ্ঠুভাবে চলছে না দেখলে আমরা স্বভাবতই উদ্বিগ্ন হই ।

এইরকম নঞর্থক প্রতিক্রিয়া আমাদের অতি স্পষ্ট এক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে, যা আমাদের অনুপ্রাণিত করে এবং যুদ্ধ অথবা পলায়নের মত প্রতিক্রিয়া ঘটিয়ে আমাদের ভয়ের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে । পরিণাম যাই হোক না কেন, ভয় জাগানো পরিস্থিতি আমাদের ভবিষ্যতে প্রস্তুত থাকার শিক্ষা দেয় । ভয়কে বোকার মত মেনে নিলে আমরা গোড়াতেই হেরে যাব । সৈন্যদের শিক্ষা দেবার জন্য ভয় দেখানো হয় । তারপরে তাদের তা জয় করতে শেখানো হয় । শক্তমন নির্ভীক ভাবে বিপদের সম্মুখীন হতে পারে ।

বিষয়: Contest_mother

১৮২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File