নিঃসঙ্গ পৃথিবী
লিখেছেন লিখেছেন Nurul Afsar ১২ নভেম্বর, ২০১৩, ০৯:২৯:০৪ রাত
পৃথিবীতে আমি একা । কারণ পৃথিবী আমাকে শিখিয়েছে স্বার্থপরতা, হিংসা, লোভ । নিজেকে সুখী রাখতে অপরের ক্ষতি করতে হয় ।
প্রত্যেক মানুষ বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় । এটা চিরসত্য । এই আকৃষ্টতা মানুষ তৈরী করে তার আবেগ এবং বিবেক দিয়ে । এখানে আবেগ এমন ভাবে দেখা দেয় যা প্রেম, ভালোবাসা এবং প্রনয়ের মধ্যে পরিলক্ষিত । প্রেমের শিথিলতা নেই বললেই চলে । এর বাস্তব পরিসমাপ্তি ঘটে মৃত্যুর মাধ্যমে ।
কিন্তু আজকের পৃথিবীতে প্রেম হয় One time(made as chaina). তাই ব্যক্তি তার মনুষ্যত্বকে হিংস্র করে তোলে । যার ফলে আবেগ হারিয়ে বিবেক কে ভস্মীভূত করে ।
কেন বিধাতা আমাদের বাস্তব প্রেম ভালোবাসাকে আড়ালে রেখে কষ্ট দেন ???
আরো অজানা কারণ ঘুরপাক করে কী করে প্রকাশ করি এই শিরোনামের ভাষা ??
বিষয়: সাহিত্য
১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন