আমাদের দেশটা আজ বড় হুমকির মুখে।
লিখেছেন লিখেছেন আশা ২৮ অক্টোবর, ২০১৩, ০৪:০৩:২৫ বিকাল
আর এ অবস্থা হওয়ার পিছনে সরকারের সৈরাচারী মনোভাব, অত্যন্ত ক্ষমতার মহ ও বিরোধী দলেক সহ্য করেত না পারাই এর প্রধান কারন বলে আমি মনে করি। সরকারের প্রধানমন্ত্রী কথায় কথায় জনগনের কল্যানের কথা বলেন, তাহলে বিরোধী দলের কোটি কোটি জনসংখ্যা কি আপনার জনসংখ্যার মধ্য পড়েনা? কৈ এদের তো কোন কথায় শুনছেন না, এদের দাবি দাবার প্রতি কোন কর্ণপাতই করছেন না। তাহলে আপিন ঘোষনা করে বলে দেন আমাদের কল্যাণ,শান্তি ও নিরাপত্তা যা কিছু আছে তা শুধু আওয়ামী লীগের সমর্থকদের জন্য। আর বিরোধী দলের জন্য আছে খুন,গুম, গ্রেফতার ও নির্যাতন। তাহলে জনগন বুঝুক আপনি কাদের প্রধানমন্ত্রী। আর এ ভাবে যে দেশের জনগনকে দু,চোখে দেখে বা দু ভাবে মূল্যয়ন করে সে আর যাই হোক একটি দেশের সেবক বা প্রধানমন্ত্রী হতে পারেনা। এ রকম ব্যাক্তি যখন কোন দেশের ক্ষমতায় আসে তখন সে দেশের জনগন কে দুভাগে বিভক্ত করে ফেলে। দেশকে সংঘাতের মুখে দাড় করিেয় দেই। অবশেষে দেশের উন্নতি,অগ্রগতি ও সংহতি স্থবির হয়ে পড়ে, পরিশেষে দেশটা ধ্বংশ করে দিয়ে বিদায় নেই। যানি না এমন কিছু দেশে হতে যাচ্ছে কিনা। তাই দেশ প্রেমিক জনগনকে এখনই সাবধান হওয়া দরকার।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন