তুমি হেরে বিদায় নিলে ২০১৬
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ৩১ ডিসেম্বর, ২০১৬, ১০:২৩:৪২ রাত
২০১৬ সালটা অসম কষ্ট নিয়ে এসেছিল আমার জন্য। কষ্টগুলি নিয়ে আমার পিছু পিছু ছুটেছে পুরো একটা বছর। এখন সে ক্লান্ত হয়ে বিষণ্ণতায় ভুগে দায়িত্বটা দিবে ২০১৭র উপর। আর সে চিরবিদায় নিবে এই ধরা থেকে। আমি হার মানিনি কিন্তু সে হেরে বিদায় নিচ্ছে আজই।
হ্যাঁ তবে সে নিয়ে যাচ্ছে আমার কিছু হায়াত। সেদিক থেকে সে একেবারে হোয়াইটওয়াশ হয়নি। কিছুটা অন্তত নিতে পেরেছে। তবে এ নিয়ে যাওয়ায় আমি তেমন দুঃখি নই। এখানেও আমি হেরেও জিতে গেছি। আর ২০১৬ জিতেও হেরে গেছে।
কারণ পাপে ভরা এই দুনিয়া থেকে যতো তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। পাপ কম নিয়ে যাওয়া যাবে। আর যতো থাকবো তত পাপের বুজা বাড়বে। সেদিক থেকে আমার রাস্তাটা একটু এগিয়েই দিল ২০১৬।
জানিনা ২০১৭ কতোটা ভয়ংকর হয়ে আসছে। হয়তো ওর কাছে হেরেও যেতে পারি। তবে কামনা করি সে যেন কিছুটা উজ্জ্বলতা নিয়ে আসে আমার জীবনে। সে যেন নিয়ে আসে একটি সুন্দর সোনালি সূর্য। যার সাথে থাকবে ইসলাম, সুখ-শান্তি আর ন্যায়ের পরশ।
বিদায় ২০১৬। চির বিদায় তোমায়। তোমার মতো আমিও একদিন চিরবিদায় নিব এ ধরা থেকে।
স্বাগতম ২০১৭। তোমায় স্বাগতম।
আমি ইংলিশে Happy new year বলবোনা। কারণ আমি বাংগালি। তাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বাংলাতেই বলছি -
শুভ নববর্ষ
শুভ নববর্ষ
শুভ নববর্ষ
বিষয়: বিবিধ
১৫৭৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ আর হেরে গিয়েও যারা জিতে তাদেরকে কি বলে ? বাজিগার ।
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন