বই মিথ্যা নাকি আমাদের স্বাধীনতা?

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০৯:৪৭ দুপুর



জন্মের এতো বছর পরও বুঝিতে বা জানিতে পারিলাম না শালার স্বাধীনতাটা কী। শুধু বই পত্রে পড়ে আর গুরুজনদের মুখেই শুনে আসছি দেশ স্বাধীন। স্বাধীন বাংলাদেশের স্বাধীন মানুষ মোরা। আহাহা আহহহহহহা......

কিন্তু এখনো পর্যন্ত স্বাধীনতার স্বাদটা পাইনি। হ্যাঁ, নির্ভয়ে চলতে, বলতে,লিখতে না পারার নাম যদি স্বাধীনতা হয় তাহলে আমি সেটা দেখেছি। জন্মের পর থেকেই দেখে আসছি। স্বাদও পাচ্ছি।

যদি পথে ঘাটে নারীর বস্ত্রহরণ আর নারী ধর্ষণের নাম হয় স্বাধীনতা তাহলে সেটাও দেখেছি। স্বাধীনতার মানে যদি হয় ধর্ষণে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ তাহলে সেটাও দেখেছি।

স্বাধীনতার মানে যদি হয় যেখানে সেখানে মানুষ খুন। হঠাৎ করে কেহ গুম। তাহলে সেসবও আমি দেখে আসছি।

স্বাধীনতার মানে যদি হয় স্বাধীন গণতন্ত্রের দেশে একের পর এক ফাঁসী। তাহলে সেটাও আমি দেখেছি। যদি হয় লক্ষ লক্ষ নিরীহ যুবক জেলখানার বন্ধী থাকার নাম তাহলে হ্যাঁ আমি সেটা দেখেছি।

তবে বইএ পড়া সেই স্বাধীনতার ব্যাখ্যার সাথে এটার মিল নেই। কোন মিল খুঁজে পাইনি আমি। সম্পূর্ণ উলটো দেখছি। তাহলে কি বইপত্রে ভুল লিখা, আমাদের মিথ্যা বুঝানো হয়েছে সেসবে? নাকি আমাদের স্বাধীনতাটাই মিথ্যা?

বিষয়: বিবিধ

১৪৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380731
১৬ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ত্রিশ বছর পরেও আমি স্বাধিনতাটাকে খুজছি।
১৬ ডিসেম্বর ২০১৬ রাত ১০:২৮
315046
ইশতিয়াক আহমেদ লিখেছেন : সেটার দেখা আর হয়তো পাবেনই না
381418
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কইতে পারিনা, লিখতে পারিনা আমার মনে কথা...
রক্ত দিয়ে কিনে নিলাম কোন শালার স্বাধীনতা!!!
৭১এ আমরা স্বাধীন হইনি, বরং ভারতের গোলামীতে আবদ্ধ হইছি।
ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File