ঈদে মিলাদুন্নবী একটি ভণ্ডামি
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১২ ডিসেম্বর, ২০১৬, ১০:১০:৪৯ রাত
বিশ্বে মুসলিমরা যখন নির্যাতিত। রোহিঙ্গা মুসলিমদের আর্ত চিৎকার যখন দুনিয়ার আকাশ বাতাস ভারি হচ্ছে ঠিক তখনই কিছু নামধারী মুসলিম ঈদে মিলাদুন্নবীর নাম করে ভন্ডামি করে আর শিন্নি সালাতের আয়োজন করে ইশকে নবীর নামে আনন্দ উল্লাসে মত্তো তাও আল্লাহর ঘর মসজিদে।
আমার মাথায় যতটুকু ইসলামি জ্ঞান আছে আর আলেম উলামাদের মুখ থেকে কোরআন হাদীসের যতটুকু কথা শুনেছি তার দ্বারা এটা জানি যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সঃ) এর জন্ম যে ১২ ই রবিউল আওয়াল হয়েছে তা শিওর না। বিভিন্ন মতামত আছে এ ব্যাপারে। কিন্তু এ তারিখে যে মৃত্যু হয়েছে তা নিশ্চিত।
তাহলে কিসের ভিত্তিতে তাদের এ আনন্দ উল্লাস? আচ্ছা মেনে নিলাম আল্লাহর রাসুল এ তারিখে জন্ম নিয়েছেন। কিন্তু এ তারিখে উনার ওফাতটাও তো হয়েছে যা নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে ওফাতের দিনেই যার জন্ম তার জন্ম নিয়ে উল্লাস করা কি বোকামো নয়! বরং এ দিনে তো আরো বেশি ব্যতীত হওয়ার কথা।
আসলে ব্যাপার এটা না। মূল ব্যাপারটা হলো কিছু বিপথগামী মোল্লার বেশ ধারণ কারী লোক তাদের পকেট ভরার জন্য এ দিনটার আমদানি করেছে। তারা এ দিনটার উসিলায় কিছু টাকা কামিয়ে নেয় সাধারণ বেকুব মুসলিমদের থেকে। যা মুসলিমরা টেরও পায়না।
সাধারণ মস্তিষ্কেই তো বুঝা যায় কারো মৃত্যুদিনে জন্মদিনের আনন্দ করা যায়না বা ঠিক না। এই আনন্দ করলে মনে হয় তার মৃত্যুতে আপ্নারা আনন্দিত।
এসব ভন্ডামিকে দূরে সরিয়ে সুস্ত চিন্তাধারা করে ফিরে আসুন। এসব শুধু পকেট ভরার ধান্ধা তাই এসবকে না বলুন।
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন