ঈদে মিলাদুন্নবী একটি ভণ্ডামি

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১২ ডিসেম্বর, ২০১৬, ১০:১০:৪৯ রাত



বিশ্বে মুসলিমরা যখন নির্যাতিত। রোহিঙ্গা মুসলিমদের আর্ত চিৎকার যখন দুনিয়ার আকাশ বাতাস ভারি হচ্ছে ঠিক তখনই কিছু নামধারী মুসলিম ঈদে মিলাদুন্নবীর নাম করে ভন্ডামি করে আর শিন্নি সালাতের আয়োজন করে ইশকে নবীর নামে আনন্দ উল্লাসে মত্তো তাও আল্লাহর ঘর মসজিদে।

আমার মাথায় যতটুকু ইসলামি জ্ঞান আছে আর আলেম উলামাদের মুখ থেকে কোরআন হাদীসের যতটুকু কথা শুনেছি তার দ্বারা এটা জানি যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সঃ) এর জন্ম যে ১২ ই রবিউল আওয়াল হয়েছে তা শিওর না। বিভিন্ন মতামত আছে এ ব্যাপারে। কিন্তু এ তারিখে যে মৃত্যু হয়েছে তা নিশ্চিত।

তাহলে কিসের ভিত্তিতে তাদের এ আনন্দ উল্লাস? আচ্ছা মেনে নিলাম আল্লাহর রাসুল এ তারিখে জন্ম নিয়েছেন। কিন্তু এ তারিখে উনার ওফাতটাও তো হয়েছে যা নিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে ওফাতের দিনেই যার জন্ম তার জন্ম নিয়ে উল্লাস করা কি বোকামো নয়! বরং এ দিনে তো আরো বেশি ব্যতীত হওয়ার কথা।

আসলে ব্যাপার এটা না। মূল ব্যাপারটা হলো কিছু বিপথগামী মোল্লার বেশ ধারণ কারী লোক তাদের পকেট ভরার জন্য এ দিনটার আমদানি করেছে। তারা এ দিনটার উসিলায় কিছু টাকা কামিয়ে নেয় সাধারণ বেকুব মুসলিমদের থেকে। যা মুসলিমরা টেরও পায়না।

সাধারণ মস্তিষ্কেই তো বুঝা যায় কারো মৃত্যুদিনে জন্মদিনের আনন্দ করা যায়না বা ঠিক না। এই আনন্দ করলে মনে হয় তার মৃত্যুতে আপ্নারা আনন্দিত।

এসব ভন্ডামিকে দূরে সরিয়ে সুস্ত চিন্তাধারা করে ফিরে আসুন। এসব শুধু পকেট ভরার ধান্ধা তাই এসবকে না বলুন।

বিষয়: বিবিধ

১৪২০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380626
১২ ডিসেম্বর ২০১৬ রাত ১১:০৫
সন্ধাতারা লিখেছেন : Salam. Excellent analysis mashallah. Jajakallahu khair.
১৩ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:০৩
314972
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Walaikum Assalam. Thank you
380634
১২ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মেজবানির দাওয়াত খাওয়ার সুযোগ আছে ভাই!!
১৩ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:০৪
314973
ইশতিয়াক আহমেদ লিখেছেন : বিরিয়ানি এবং মিষ্টি খাইতে পারবেন ফ্রিতেTongue
380644
১৩ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:১০
হতভাগা লিখেছেন : রাসূল (সাঃ) উনার জীবদ্দশায় কি তার/অন্য কারও জন্মদিন পালন করেছিলেন ?
১৩ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:০৪
314974
ইশতিয়াক আহমেদ লিখেছেন : না। জন্মদিন পালন করা হারাম।
381424
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অমুসলিমরা ইসলামের মধ্যে ফেরকা তৈরি করতে এই জাতীয় কিছু ভন্ডদেরকে ব্যবহার করে। ওদের জন্যই আজ মুসলিমদের মধ্যে ঐক্য নাই।
ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File