অশান্তির দুনিয়া
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৬ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৩:০০ রাত
দুনিয়াটা পড়ে আছে
বিষেরই ছায়ায়,
মরে গেছে মানবতা-মমতা
সেই বিষেরই ছোয়ায়।
চারিদিকে শুধু মানুষে মানুষে
লেগে আছে হানাহানি,
মরছে মানুষ প্রতিটি ক্ষণে
করে নিজেরা মারামারি।
দুনিয়াতে তো আছে মানুষ
অগণিত বেহিসাব,
কিন্তু হায় তাদের মাঝে
মানুষত্ত্বের যে প্রচুর অভাব।
মানুষে মানুষে না থাকে যদি
মায়া আর মমতার মিল,
তাহলে হবে কি দুনিয়ার!
থাকবে যে শুধুই অশান্তির মিছিল।
মানুষ হয়ে মানুষের মতো
সবাই বাঁচতে শিখো,
নিজেদের মাঝে ভেদাভেদ ভুলে
সুন্দর একটা পৃথীবি গড়ো।
তারিখঃ- ০৬/১২/১৬ ইং
বিষয়: সাহিত্য
১০৮৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আপনার অত্যন্ত হৃদয়গ্রাহী লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন