প্রিয় টুডে ব্লগ এবং ব্লগার!

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৫ ডিসেম্বর, ২০১৬, ১১:৪৩:২০ রাত



মিস করি আগের ব্লগ পাড়াকে। এখন কেমন যেন জিমিয়ে পরেছে। নেই আগের আমেজ, আড্ডা আর লিখার ভাণ্ডার। নেই অনেক ব্লগার। কেন এমন হলো?

চলুন না! আবার আমরা ফিরে যায় আগের আমেজে। আবার আমরা জমিয়ে তুলি আমাদের প্রিয় টুডে ব্লগকে। আমরা চাইলেই পারবো ইনশাআল্লাহ।

সব মান অভিমান ভুলে, সব দুঃখ কষ্ট দূরে সরিয়ে চলুন আমরা আবার এক হই। আবার মাতিয়ে তুলি এই সুন্দর ব্লগটাকে।

প্রিয় এই ব্লগটাকে আবার জাগিয়ে তুলতে আয়োজন করা যেতে পারে একটি প্রতিযোগীতার। মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। আবার নিয়মিত স্টিকি পোস্ট চাই। আপ্নারাও একটু মন দিন এ ব্লগটায়।

ভালোবাসি এই ব্লগটাকে, ভালোবাসি ব্লগারদের। ভালোবাসা অবিরাম।

বিষয়: বিবিধ

১১৩৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380479
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১২:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আগের সেই দিন নাইরে মনা খব্লাই খব্লাই ছাতু খাইতায়।
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১২:০৭
314870
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমরা কি পারিনা সেই দিনগুলি ফিরিয়ে আনতে? Worried
380480
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১২:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমি আপনার কথা রেখেছি, এবার আমার পুরুস্কার দিন।
০৬ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:১৩
314885
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হাহাহা। কন ভাই কি পুরস্কার দিতাম?
380484
০৬ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:৫২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আসলে ফেসবুকের জনপ্রিয়তাও ব্লগ ঝিমিয়ে পড়ার একটি অন্যতম কারণ। পুরনো ব্লগাররা ফিরে এলে ব্লগটি আবারো জমজমাট হতে পারে।
০৬ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:২৫
314889
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমার মনে হয় কারণটা এটা নয়। ব্লগের জন্য এটা কোন প্রব্লেম নয়। কারণ ফেসবুক আগেও জনপ্রিয় ছিল। মূল কথা হচ্ছে আমাদের মাঝে আগের লিখনির আনেজ নাই।
380491
০৬ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৩৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত
আপনাকে অনেক ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৩০
314898
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আশাকরি নিয়মিত হবেন।
380512
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:২৪
হতভাগা লিখেছেন : ব্লগে লগইন করা ঝামেলার হওয়ায় ব্লগে এখন নিয়মিত আসতে পারি না
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১০:৩১
314899
ইশতিয়াক আহমেদ লিখেছেন : জ্বী ভাইয়া। আমার মনে হয় অনেকেই এ প্রব্লেমের কারণে সরে গেছে।
380519
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১১:৪৯
জেদ্দাবাসী লিখেছেন : নিয়মিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ!
অনেক ধন্যবাদ
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:১৬
314909
ইশতিয়াক আহমেদ লিখেছেন : শুকরিয়া
380522
০৭ ডিসেম্বর ২০১৬ রাত ০২:৩৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগ কর্তৃপক্ষের নিয়মিত অবহেলার কারণে ব্লগটা নিস্তেজ হয়ে গেছে।
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:১৭
314910
ইশতিয়াক আহমেদ লিখেছেন : তারা ২-৩ দিনে একবার ঢু মারে কিনা কে জানে!
380544
০৮ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৪:৩৯
খামচি বাবা লিখেছেন : বার বার ডোমেইন বন্ধ করা হচ্ছে, কিন্ত এত বার বার কেন বুজছিনা
১০ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:২৩
314941
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ওই যে দালালি করতে পারেনা
380970
২৮ ডিসেম্বর ২০১৬ সকাল ০৮:৫৫
মারুফ_রুসাফি লিখেছেন : আমিও চিন্তা করছিলাম এ বিষয়ে।
৩১ ডিসেম্বর ২০১৬ রাত ১০:১৯
315273
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
১০
381428
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ফেইজবুকে একটা পেইজ খুলেন, সব ব্লগারকে ঐ পেইজে এড দিন। আশাকরি কিছু একটা হবে
১৯ মার্চ ২০১৭ সন্ধ্যা ০৬:৪৬
316033
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপ্নিই শুরু করেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File