♥♥♥ অপূর্ণ ভালোবাসা ♥♥♥
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৯ অক্টোবর, ২০১৬, ০২:৪১:১৭ দুপুর
তুমি আসবে বলে আসোনি
আমি অপেক্ষার প্রহর গুনেছি,
তুমি আসার জন্য
কতো প্রার্থনা করেছি।
জানো! তোমার জন্য
একটি লাল গোলাপ নিয়ে এসেছিলাম
তোমায় দিব বলে সেটা হাতে নিয়ে
অনেক্ষণ সেটার দিকে তাকিয়ে বসেছিলাম।
কিন্তু তুমি আসোনি
তাই বলতেও পারিনি তোমায় ভালোবাসি,
সেদিন রাতে খুব কেঁদেছিলাম
চোখগুলিকে নুনাজলে ভাসিয়েছিলাম।
সেই সতেজ গোলাপটা
আজ শুকিয়ে কালো হয়েগেছে,
তোমায় ভালোবাসতে না পারার বেদনা
আমাকে প্রতিরাত কাঁদাচ্ছে।
বিষয়: সাহিত্য
১৩৬৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন