চঞ্চলরা চিরদিন চঞ্চল থাকেনা

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৮ অক্টোবর, ২০১৬, ১২:১০:০৫ রাত



#ঘটনা_১

ছেলেটা ছোটবেলা থেকেই মা-বাবাকে খুব জ্বালাতন করে। অশান্তি আর অশান্তি দেয়। তার ভাইরা খুব ভালো। তারা মা-বাবাকে একটুও জ্বালায়না। তাই মা-বাবাও তাদের আদরে আদরে বড় করেন।

আর সেই ছেলেটাকে অবহেলায় অবহেলায় বড় করেন। কথায় কথায় ঝাড়ি মারেন। একটু উনিশবিশ হলেই ছেলেটাকে মারধোর করেন। যদিও ছেলেটা বুঝদার হবার পর থেকে মাইর খায়নি তবে কথায় কথায় বকা শুনেই বড় হচ্ছে। আর বয়স বাড়ার সাথে সাথে তার জ্বালাতন করাও কমছে।

#ঘটনা_২

একসময় ছেলেটা বড় হলো। মা-বাবারও বয়স হলো। তারা বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু বিধিবাম! তাদের এই দুঃসময়ে তাদের আদরের ছেলেগুলি পাশে নেই। তারা বিয়ে করে করে বউ নিয়ে কেউ বিদেশে কেউবা দেশেই শহরে বাসা করে থাকছে। মা-বাবাকে বেমালুম ভুলে গেছে।

কিন্তু সেই ছেলেটা মা-বাবার পাশে থেকে মা-বাবাকে ঠিকমতো কেয়ার করছে। ভাইদের মতো যেন না হয় সেজন্য বিয়েও করছেনা। যদি তার বউও সেরকম হয় তাই। এখন আর একটুও মা-বাবাকে জ্বালায়না। তাদের একটুও কষ্ট পেতে দেয়না। মা-বাবা এখন ছেলেটার জন্য দোয়া করেন আর আফসোস করেন তারা রতন চিনতে ভুল করেছেন বলে।

@মোরালঃ- চঞ্চল আর দুষ্টরা বেশিদিন চঞ্চল থাকেনা। তবে এটা মানতেই হবে যে, তারাই দুঃসময়ে পাশে থাকে। তারাই সত্যিকারের মানুষ হয় এক সময়।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379146
২৮ অক্টোবর ২০১৬ রাত ০১:৩২
আফরা লিখেছেন : জী না সবার বেলায় এ কথা সঠিক হবে এমন না ।
২৮ অক্টোবর ২০১৬ রাত ০১:৪৩
313996
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম। তাও ঠিক। তবে এটা অবশ্যই মানতে হবে যে, চঞ্চলরা সারাজীবন চঞ্চল থাকেনা বা থাকতে পারেনা।
379155
২৮ অক্টোবর ২০১৬ সকাল ০৫:৫৫
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো । অনেক ধন্যবাদ
২৮ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
314013
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
379178
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ০১:০৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

চঞ্চল আর দুষ্টরা বেশিদিন চঞ্চল থাকেনা।

হয়তো কিছুটা ....
Praying Praying Praying
২৮ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
314014
ইশতিয়াক আহমেদ লিখেছেন : জ্বী। ধন্যবাদ
379185
২৮ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক। কেউ চঞ্চল হলেই তাকে দুষ্ট বানিয়ে দেওয়াটা আমাদের সমাজের একটা বড় দোষ। অথচ এমন অনেক শিশুই খুব প্রতিভাবান।
২৮ অক্টোবর ২০১৬ রাত ০৮:০০
314015
ইশতিয়াক আহমেদ লিখেছেন : একদম ঠিক বলেছেন। চঞ্চলরাই ভবিষ্যতে বড় কিছু হয়। আবার অধিকাংশ বড় বড় ব্যক্তিত্বরা ছোটবেলায় চঞ্চল ছিল।
379201
২৮ অক্টোবর ২০১৬ রাত ০৯:১৩
হতভাগা লিখেছেন : চঞ্চলেরা দ্বায়িত্বপ্রবণ আর উদ্যোগী হয় ।

টাকা দিয়ে হয়ত শান্তশিষ্টরা রাজ করে কিন্তু দরকারের সময় এই চঞ্চলেরাই কাছে থাকে,কাজে আসে।
২৮ অক্টোবর ২০১৬ রাত ০৯:৫৫
314020
ইশতিয়াক আহমেদ লিখেছেন : জ্বী। সঠিক বলেছেন। ধন্যবাদ
379235
২৯ অক্টোবর ২০১৬ সকাল ১১:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো। হুম দারুণ বলেছেন।
বাস্তবতা বলেছেন।
২৯ অক্টোবর ২০১৬ দুপুর ০২:৪৬
314052
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File