চঞ্চলরা চিরদিন চঞ্চল থাকেনা
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৮ অক্টোবর, ২০১৬, ১২:১০:০৫ রাত
#ঘটনা_১
ছেলেটা ছোটবেলা থেকেই মা-বাবাকে খুব জ্বালাতন করে। অশান্তি আর অশান্তি দেয়। তার ভাইরা খুব ভালো। তারা মা-বাবাকে একটুও জ্বালায়না। তাই মা-বাবাও তাদের আদরে আদরে বড় করেন।
আর সেই ছেলেটাকে অবহেলায় অবহেলায় বড় করেন। কথায় কথায় ঝাড়ি মারেন। একটু উনিশবিশ হলেই ছেলেটাকে মারধোর করেন। যদিও ছেলেটা বুঝদার হবার পর থেকে মাইর খায়নি তবে কথায় কথায় বকা শুনেই বড় হচ্ছে। আর বয়স বাড়ার সাথে সাথে তার জ্বালাতন করাও কমছে।
#ঘটনা_২
একসময় ছেলেটা বড় হলো। মা-বাবারও বয়স হলো। তারা বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু বিধিবাম! তাদের এই দুঃসময়ে তাদের আদরের ছেলেগুলি পাশে নেই। তারা বিয়ে করে করে বউ নিয়ে কেউ বিদেশে কেউবা দেশেই শহরে বাসা করে থাকছে। মা-বাবাকে বেমালুম ভুলে গেছে।
কিন্তু সেই ছেলেটা মা-বাবার পাশে থেকে মা-বাবাকে ঠিকমতো কেয়ার করছে। ভাইদের মতো যেন না হয় সেজন্য বিয়েও করছেনা। যদি তার বউও সেরকম হয় তাই। এখন আর একটুও মা-বাবাকে জ্বালায়না। তাদের একটুও কষ্ট পেতে দেয়না। মা-বাবা এখন ছেলেটার জন্য দোয়া করেন আর আফসোস করেন তারা রতন চিনতে ভুল করেছেন বলে।
@মোরালঃ- চঞ্চল আর দুষ্টরা বেশিদিন চঞ্চল থাকেনা। তবে এটা মানতেই হবে যে, তারাই দুঃসময়ে পাশে থাকে। তারাই সত্যিকারের মানুষ হয় এক সময়।
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়তো কিছুটা ....
টাকা দিয়ে হয়ত শান্তশিষ্টরা রাজ করে কিন্তু দরকারের সময় এই চঞ্চলেরাই কাছে থাকে,কাজে আসে।
বাস্তবতা বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন