রাজনীতির বলির পাঠা
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৮ এপ্রিল, ২০১৬, ০১:৩৩:৫৬ দুপুর
শাকিল সাহেব একজন বিল্ডিং কন্ট্রাক্টর। বিল্ডিং এর কাজ করে অনেক টাকা কামিয়েছেন। ৩০ বছর যাবৎ এ কাজ করেন। কোটি কোটি টাকার মালিক হয়েছেন। গাড়ী, বাড়ী সবই আছে। কিছুর অভাব নেই।
তবে উনি বিল্ডিং এর কাজের সাথে সাথে শেয়ার বাজারে ব্যবসাও করতেন। সেখান থেকেও অনেক টাকা কামিয়েছেন। একবার উনি প্রায় ১কোটি টাকা ইনভেস্ট করলেন শেয়ার বাজারে। কিন্তু এবার তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন। শেয়ার বাজারে ধস নামলো। শেষ হয়ে গেল সবকিছু।
এক রাতেই শাকিল সাহেব নেমে আসলেন একেবারে নিচে। গাড়ি বাড়ি সব বিক্রি করে চলে আসতে হলো গ্রামে। স্ট্রোক করে মরতে মরতে বেঁচে আসলেন।
উনার মুখ থেকেই শুনলাম এটা। এসব উনার মুখেরই কথা।
তবে উনি আরোও শুনালেন এসবের পিছনেও রাজনীতি ছিল। বর্তমান সরকার ই উনাদের টেনে নিচে নামালো। কারণ উনারা বিএনপির সাথে সম্পৃক্ত। আর যে কোম্পানিতে শেয়ার দিয়েছিলেন সেটাও বিএনপিরই কারো।
সরকার দলীয়রা নাকি দেখে দেখে লিস্ট করে তারপর প্লান করে শেয়ার বাজারে ধস নামিয়েছে।
যখন এটা হয়েছিল তখন নাকি উনার পরিচিত আরো কয়েকজনের কেউ আত্মহত্যা করেছে,কেউবা সাথে সাথেই স্ট্রোক করে মারা গেছে।
হ্যাঁ, এটা বাস্তব ঘটনা। শুধু চরিত্রের নামটা ছদ্মনাম।
এভাবে আরোও অনেক শাকিল সাহেবের মতো পথে বসেছে সব হারিয়ে। শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। কিন্তু সহ্য করা ছাড়া কিছুই করার নেই।
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন