রাজনীতির বলির পাঠা

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২৮ এপ্রিল, ২০১৬, ০১:৩৩:৫৬ দুপুর



শাকিল সাহেব একজন বিল্ডিং কন্ট্রাক্টর। বিল্ডিং এর কাজ করে অনেক টাকা কামিয়েছেন। ৩০ বছর যাবৎ এ কাজ করেন। কোটি কোটি টাকার মালিক হয়েছেন। গাড়ী, বাড়ী সবই আছে। কিছুর অভাব নেই।

তবে উনি বিল্ডিং এর কাজের সাথে সাথে শেয়ার বাজারে ব্যবসাও করতেন। সেখান থেকেও অনেক টাকা কামিয়েছেন। একবার উনি প্রায় ১কোটি টাকা ইনভেস্ট করলেন শেয়ার বাজারে। কিন্তু এবার তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন। শেয়ার বাজারে ধস নামলো। শেষ হয়ে গেল সবকিছু।

এক রাতেই শাকিল সাহেব নেমে আসলেন একেবারে নিচে। গাড়ি বাড়ি সব বিক্রি করে চলে আসতে হলো গ্রামে। স্ট্রোক করে মরতে মরতে বেঁচে আসলেন।

উনার মুখ থেকেই শুনলাম এটা। এসব উনার মুখেরই কথা।

তবে উনি আরোও শুনালেন এসবের পিছনেও রাজনীতি ছিল। বর্তমান সরকার ই উনাদের টেনে নিচে নামালো। কারণ উনারা বিএনপির সাথে সম্পৃক্ত। আর যে কোম্পানিতে শেয়ার দিয়েছিলেন সেটাও বিএনপিরই কারো।

সরকার দলীয়রা নাকি দেখে দেখে লিস্ট করে তারপর প্লান করে শেয়ার বাজারে ধস নামিয়েছে।

যখন এটা হয়েছিল তখন নাকি উনার পরিচিত আরো কয়েকজনের কেউ আত্মহত্যা করেছে,কেউবা সাথে সাথেই স্ট্রোক করে মারা গেছে।

হ্যাঁ, এটা বাস্তব ঘটনা। শুধু চরিত্রের নামটা ছদ্মনাম।

এভাবে আরোও অনেক শাকিল সাহেবের মতো পথে বসেছে সব হারিয়ে। শুধু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। কিন্তু সহ্য করা ছাড়া কিছুই করার নেই।

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367383
২৮ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:১৯
কুয়েত থেকে লিখেছেন : কিছুই করার নেই জোর যার মুল্লুক তার একটা প্রবাদ আছে সরকার যার ক্ষমতা তার নিয়ন্ত্রনতো তারাই করছেন আজ বহুলোক নিস্বহয়ে গেছে। ধন্যবাদ আপনাকে
২৮ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৩
304835
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম এটাই
367394
২৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু বিএনপি নয় বরং সারা দেশের মানুষ এর সম্পদই মাত্র কিছু লোকের হাতে চলে গেছে।
২৮ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৪
304836
ইশতিয়াক আহমেদ লিখেছেন : জ্বী ঠিকই বলেছেন। সবাই ই জিম্মি।
367726
০২ মে ২০১৬ রাত ০২:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যুবক, ডেস্টিনি, হলমার্ক, সোনালি ব্যাংক, রুপালী ব্যাংক, শেয়ারমার্কেট, এই রকম শত শত কোম্পানি কে ফকির বানিয়েছে, লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মেরেছে, কোন বিচার হয়নি। তাই জনতা নির্বাক, ধন্যবাদ আপনাকে
২৯ মে ২০১৬ রাত ১০:৪৫
307384
ইশতিয়াক আহমেদ লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File