নির্বাচনী গল্প-২ -

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ২০ এপ্রিল, ২০১৬, ১১:২৩:১১ সকাল



আবুলঃ- মদন! হুনছস ছক্কা মিয়া চেয়ারম্যানিতে দাঁড়াইছে।

মদনঃ- হ ব্যাটার টেকা আছে এরলাই খাড়াইছে।

তুর কিতা অইছে!

আবুলঃ- না কইলাম কারণ হে ব্যটায় সারাজীবন সন্ত্রাসি,ডাকাতি আর মানুষের ক্ষতি কইরা আইছে। এখন হে নির্বাচনে আইসা কি ভালা কিছু করবো?

মদনঃ- হালায় তুই আসলেই একটা আবুল।

এখন কি নির্বাচনে কুনু ভালা মানুষ আহেরে আবুইল্লা!! ভালা যারা আহে তাদের সংখ্যা খুবই কম। নাই বললেই চলে। তবুও যারা আছে তাদেরকে ছক্কা মিয়াদের ভিড়ে খঁজে পাওন মুশকিল। বুঝলি!

আবুলঃ- হ মদন, ঠিকই কইছোস।

এই ছক্কা মিয়ারাই সমাজকে নষ্ট করতে করতে সমাজটাকে নরদমা বানিয়ে ফেলছে।

মদনঃ- এই তো আবার ভুল করলি! দোষ শুধু ছক্কাদের না। দোষ তাদের পিছনে থাকা এলাকার (ঘুষখোর) মুরুব্বি নামক গডফাদারদের। যারা ছক্কাদের মদদে সর্বদা নিবেদিত।

আবুলঃ- হ মদনা, ঠিকই কইছোস।

অতঃপর আমার কথা, হ্যাঁ মদনার কথাই ঠিক। এখন সন্ত্রাস, ডাকাতরাই নির্বাচনে এসে তাদের অপরাধ গুলাকে ঢাকার ব্যর্থ চেষ্টা করে। আর মানুষের কাছে ভালো সাজার চেষ্টা করে।

বিষয়: রাজনীতি

১১১০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366416
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : পুরোটাই বাস্তব। ধন্যবাদ আপনাকে
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৮
304056
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপ্নাকেও ধন্যবাদ Good Luck
366467
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৫
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ভাল লেখলেন।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৮
304058
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদGood Luck Good Luck
366504
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৫
আফরা লিখেছেন : নায়ক ভাইয়া একে বারে বাস্তব গল্প ! ধন্যবাদ নায়ক ভাইয়া ।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৯
304059
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হাহাহা আপ্নার নায়ক ভাইয়াকে এখনো মনে আছে? Happy ধন্যবাদ বোন Love Struck
366523
২০ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমরা কেন তাদের নির্বাচনে ভোট দিচ্ছি সেটাও আমাদের দোষ।
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৪৫
304249
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম,এটাই আমাদের সবচেয়ে বড় দোষ।
366572
২১ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : এই ছক্কা মিয়ারা কিন্তু ছক্কা মেরে দেয়।
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৪৬
304250
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম,আমাদের কারণেই কিন্তু মারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File