নির্বাচনী গল্প-১

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৯ এপ্রিল, ২০১৬, ১০:৫৮:১৪ রাত



ঘটনা-১

আমাদের এদিকে এক প্রার্থী নির্বাচন করবে। ইউনিয়ন চেয়ারম্যানি নির্বাচন। গত নির্বাচনেও প্রার্থী ছিল। সে বছর ২২লাখ টাকা খরচ করেছে (সবচেয়ে বেশি)। কিন্তু পাশ করতে পারে নাই।

এ বছরও প্রার্থী হইছে। শহরের বাসা বিক্রি করছে ২৫ লাখ দিয়া। এই ২৫ লাখ সহ সর্বমোট ৫০-৬০ লাখের বাজেট করেছে। যেকোনো মূল্যে পাশ করবেই। কাগজের মতো টাকা উড়াচ্ছে। উড়াবেই তো! বেশি হলে ২০হাজার ভোটার আর তার বাজেট ৫০লাখ!!

এখন আমার কথা হলোঃ-

যে ব্যক্তি এতো টাকা খরচ করেছে সে ব্যক্তি পাশ করলে তার এতসব টাকা উসুল করবে নাকি জনগণের সেবা করবে?? তার ৫বছর তো টাকা উসুল করেই শেষ হবেনা।

কিন্তু, পাব্লিক টাকার গন্ধে ওরেই হয়তো পাশ করাবে এবং নির্বাচনের পর আফসোস করবে আর চেয়ারম্যানককে গালি দিবে। অথচ তাদের নিজেদের আগে গালি দেয়া উচিৎ।

ঘটনা-২

সুমন (ছদ্মনাম) চুদ্রী সাহেব নির্বাচন করবেন। শখ + দলীয় জুড় আছে এটার প্রতি। উনার আশা উনার দল উনাকে ইউনিয়ন নির্বাচনে একক প্রার্থী দিবে। কারণ উনি দলের জন্য একবার কারাবন্দী হয়েছিলেন।

কিন্তু যখন নির্বাচনের সময় আসলো তখআন বাদ সাধলো উনার গ্রামের আরো দুজন ক্যান্ডিডেট। তাও সমস্যা ছিল না, যদি গ্রামের মানুষ একক একজন প্রার্থী না চাইতো। সারা গ্রামের মানুষের দাবি একক প্রার্থী হতে হবে আমাদের গ্রাম থেকে। যেন কোনভাবেই চেয়ার তাদের হাত ছাড়া না হয়।

তো সারা গ্রামের মুরুব্বি ও যুবকদের মিটিং বসলো। ৩জন থেকে একজনকে সিলেক্ট করা হবে। মিটিং এ ভোটাভোটি করে চুদ্রি সাহেবকে না দিয়ে অন্য একজনকে সিলেক্ট করলো গ্রামের লোকজন। তখন চুদ্রি সাহেব রেগে মেগে মিটিং ত্যাগ করলেন এবং বাড়িতে গিয়েই নিজেকে গ্রামের বিদ্রোহী প্রার্থী ঘোষণা করলেন।

কদিন পর তার দল থেকেও একক মনোনয়ন পেলেন। আর সাথে পেলেন গ্রামের সামান্য কিছু জেলে। তাদের নিয়েই গ্রামের বিরুদ্ধে অবস্থান নিলেন। এমনকি তার সাথের লোকেরা নানাভাবে গ্রামের মনোনীত প্রার্থীরর লোকদের সাথে অভদ্র কার্যকলাপ করতে লাগলো। তবুও গ্রামের মানুষ ধৈর্য ধরলো।

যাইহোক এখন আমার কথা হলোঃ-

যেই লোক গ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করছে, এতগুলা মুরব্বিকে অপমান করে সে কতোটা যোগ্য নির্বাচনের জন্য?? গ্রামের মানুষই তো তার মুল শক্তি। আসলে তার নষ্টের মুলে তার অহংকার, হিংসা।

আর দলও কেমন যে ব্যক্তির সাথে তার গ্রামই নেই তাকে মনোনয়ন দেয়??!! যেকোনো প্রার্থী তার এলাকার লোকদের শক্তি দিয়েই নির্বাচন করে তাহলে দল কি বুঝে তাকে মনোনয়ন দিল?? এই ইউনিয়নের অন্য এলাকায় তো তার চেয়েও যোগ্য প্রার্থী ছিল সেই দলের জন্য। তারা দেশের বৃহত্তর একটি সংগঠন। আর তারাই কিনা...........

এমন হিংসুক আর বেয়াদব লোকরা নির্বাচনের জন্য কি সামান্যতম যোগ্য??

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366342
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই দেশে নির্বাচন এর এই অবস্থাই দেশের সব সমস্যার অন্যতম কারন!
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৩
303898
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম
366375
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:২১
শেখের পোলা লিখেছেন : রসুল সঃ বলেছেন যে, যে নিজে নেতা হতে আগ্রহী সে নিকৃষ্ট৷ উত্তর পেলেন আশা করি৷ধন্যবাদ৷
২০ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৮
303953
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হুম। আল্লাহ আমাদের হেফাজত করুন
366420
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই নির্বাচনে খরচকৃত টাকা উসুল করতে গিয়ে সরকারী বাজেটে এত বেশি ভাগ বসায়, বেচারা কন্ট্রাক্টর নিরুপায় হয়ে রডের পরিবর্তে বাঁশ দিয়েই কাজ সারতে হয়!!
২০ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৭
304055
ইশতিয়াক আহমেদ লিখেছেন : হাহাহা এই কইলেন খাটি এক্কান কথা। আপনি রাজাকার নাকি?? Tongue
366520
২০ এপ্রিল ২০১৬ রাত ১০:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : রাজাকার শব্দটাকে একসময় মানুষ ঘৃণা করলেও বর্তমান আওয়ামীলীগ এর চরিত্র দেখে মানুষ রাজাকার দের আর অপরাধী মনে করেনা, বরং ভালোবাসে
২২ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৪৮
304251
ইশতিয়াক আহমেদ লিখেছেন : তাই তো আপ্নারে রাজাকার বললাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File