কবিতা
লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৫৬:১৮ রাত
কবিতা হলো মনের কথা
কবিতার দ্বারা মুছা যায় মনের ব্যাথা।
কবি হতে পারেনা তো সবাই
কবি হতে সুন্দর মন চাই।
কবিতা লিখতেই বা পারে ক'জন
কবিতা লিখতে হয় জ্ঞানের প্রয়োজন।
কবি হওয়ার ভাগ্য হয়না সবার
কবি হতে হলে সু-ভাগ্য দরকার।
আমার তো নেই এসবের কিছু
তবুও নিলাম কবিতার পিছু।
আমি তো নই কোন কবি
কবিতা লিখা আমার হবি।
আমার এই তুচ্ছ জ্ঞানের মাঝে
আসেনা কবিতা সুন্দর সাজে।
লিখতে গিয়ে পারিনা মিলাতে ছন্দ
তবুও কবিতা লিখতে করি পছন্দ।
বিষয়: সাহিত্য
২১৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করলে চেষ্টা উপায় হয়,
গুনীজনে এমনটাই কয়৷
মন্তব্য করতে লগইন করুন